আজ সিআইডি দফতরে হাজিরা দেবেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
নিজস্ব প্রতিবেদন: আজ সিআইডি দফতরে হাজিরা দেবেন বহিষ্কৃত সিপিএম সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এর আগে সিআইডি-র পাঠানো দ্বিতীয় নোটিসও এড়িয়ে যান তিনি। এক মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠেছে বহিষ্কৃত সিপিএম সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে।
মশারি থেকে মামলা, ডেঙ্গি নিয়ে প্রতিবাদী বাম-কংগ্রেস
ইতিমধ্যেই সিআইডি-র সঙ্গে যোগাযোগ করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। আগেই বালুরঘাট কোর্টের থেকে অন্তর্বর্তী জামিন নিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তদন্তে সহযোগিতা এবং তিন সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের শর্তে আজ ভবানী ভবনে হাজিরা দেবেন তিনি। শুধু CID ই নয়। ঋতব্রতকে ডেকে পাঠিয়েছিল দিল্লি পুলিসও। দিল্লি পুলিসের হাজিরাও এড়িয়ে গেছেন তিনি।