ওয়েব ডেস্ক : ব্যক্তিগত জীবন নিয়ে একাধিক অভিযোগ। রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড করল CPM। তাঁর বিরুদ্ধে অভিযোগগুলি খতিয়ে দেখতে তৈরি হয়েছে ৩ সদস্যের তদন্ত কমিশন। সেই কমিশনে রয়েছেন মৃদুল দে, মহম্মদ সেলিম এবং মদন ঘোষ।


সূত্রের খবর, ঋতব্রতের আচরণ নিয়ে বেশ কয়েকজন মহিলা আলিমুদ্দিনে অভিযোগ জানান। এর আগেও দামি জীবনযাত্রা নিয়ে সোশ্যাল নেটওয়ার্ক কেন্দ্রিক এক বিতর্কে জড়ান ঋতব্রত। সেবার তাঁকে সতর্ক করে দেওয়া হয়। যদিও এনিয়ে প্রকাশ্যে মুখ খুলতে রাজি নন, CPM এর কোনও নেতাই। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কেও প্রকাশ্যে মুখ না খোলার নির্দেশ দেওয়া হয়েছে।