ওয়েব ডেস্ক: বছরের শেষ দিনটাতেও রক্ষে নেই। দুই বাসের রেষারেষির জেরে প্রাণ গেল এক সাইকেল আরোহীর। আজ এঘটনা ঘটেছে ভিআইপি রোডে বাগুইআটি কলেজ মোড়ে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আজ দুপুরে ৩০সি রুটের দুটি বাস লেকটাউন থেকে রেষারষি শুরু করে। বাগুইআটি কলেজ মোড়ের সামনে একটি বাসের সামনে এসে পড়ে এক সাইকেল আরোহী। নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেল আরোহীকে ধাক্কা দেয় ঘাতক বাস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন বিষ্ণুপুর গণধর্ষণে মূল অভিযুক্ত সুধেন্দু পালকে গ্রেফতার করল পুলিস


এতেই মৃত্যু হয় সাইকেল আরোহীর। মৃতের নাম ঝন্টু দাস, বাড়ি বাগুইআটির সবুজপল্লিতে। এরপরেই নিয়ন্ত্রণ হারানো বাসটি উঠে পড়েরাস্তার ধারের ডিভাইডারে। এঘটনায় আহত হয়েছেন ৪ জন।


আরও পড়ুন  রাজনৈতিক প্রতিহিংসার শিকার দল, তাপস পাল গ্রেফতারের পর, এই স্ট্র্যাটেজিতেই তৃণমূল