`নারদ`-এর খোঁচায় রোড শো `স্মুথ` হল না শোভনের
ভোট প্রচারে নেমে ১২৩ নম্বর ওয়ার্ডে রোড শো করলেন বেহালা পূর্ব কেন্দ্রের তৃণমূল প্রার্থী শোভন চট্টোপাধ্যায়। প্রচার চললেও ভোটের আগে তৃণমূল কংগ্রেসকে চিন্তায় ফেলেছে নারদ নিউজের ভিডিও। গতকালই সামনে এসেছে নারদ নিউজের বিস্ফোরক ভিডিও। শাসক দলের তাবড়-তাবড় নেতাদের ঘুষ নেওয়ার ছবি ধরা পড়েছে এই ভিডিওতে। মুকুল রায় থেকে মদন মিত্র, ববি হাকিম বাদ পড়েননি কেউই। এই ভিডিওতে রয়েছেন মেয়র শোভন চট্টোপাধ্যায়ও। নারদ নিউজের এই স্টিং অপারেশন নিয়ে তাঁর প্রতিক্রিয়া, `রাজনৈতিক উদ্দেশ্যে এই ফুটেজ প্রকাশ করা হয়েছে। এরকম যে একটা চক্রান্ত হচ্ছে তা জানতাম। যা বলার দল বলবে।`
ওয়েব ডেস্ক: ভোট প্রচারে নেমে ১২৩ নম্বর ওয়ার্ডে রোড শো করলেন বেহালা পূর্ব কেন্দ্রের তৃণমূল প্রার্থী শোভন চট্টোপাধ্যায়। প্রচার চললেও ভোটের আগে তৃণমূল কংগ্রেসকে চিন্তায় ফেলেছে নারদ নিউজের ভিডিও। গতকালই সামনে এসেছে নারদ নিউজের বিস্ফোরক ভিডিও। শাসক দলের তাবড়-তাবড় নেতাদের ঘুষ নেওয়ার ছবি ধরা পড়েছে এই ভিডিওতে। মুকুল রায় থেকে মদন মিত্র, ববি হাকিম বাদ পড়েননি কেউই। এই ভিডিওতে রয়েছেন মেয়র শোভন চট্টোপাধ্যায়ও। নারদ নিউজের এই স্টিং অপারেশন নিয়ে তাঁর প্রতিক্রিয়া, 'রাজনৈতিক উদ্দেশ্যে এই ফুটেজ প্রকাশ করা হয়েছে। এরকম যে একটা চক্রান্ত হচ্ছে তা জানতাম। যা বলার দল বলবে।'