প্রাক্তন বন্দর কর্তা আরপিএস কাঁহালোর ঘুষকাণ্ডে ফের তত্পর ইডি
প্রাক্তন বন্দর কর্তা আরপিএস কাঁহালোর ঘুষকাণ্ডে ফের তত্পর ইডি। কাল শহরে খানাতল্লাসির পর এবার কাঁহালো এবং তাঁর স্ত্রিকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আজই সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে সস্ত্রীক হাজিরা দিতে পারেন আরপিএস কাঁহালো। বর্তমানে অস্ট্রেলিয়ার নিবাসী কাঁহালো। কাল দিনভর সল্টলেকসহ কলকাতার বেশ কয়েকটি এলাকায় তল্লাসি চালান ইডি গোয়েন্দারা। সল্টলেকের বাসিন্দা কমল সোমানি নামে এক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদও করেছে ইডি। বন্দর এলাকায় প্রাক্তন চেয়ারম্যানের বাংলোতেও চলে তল্লাসি। বিভিন্ন জায়গায় তল্লাসিতে উদ্ধার হয়েছে বেশকিছু নথি।
ওয়েব ডেস্ক: প্রাক্তন বন্দর কর্তা আরপিএস কাঁহালোর ঘুষকাণ্ডে ফের তত্পর ইডি। কাল শহরে খানাতল্লাসির পর এবার কাঁহালো এবং তাঁর স্ত্রিকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আজই সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে সস্ত্রীক হাজিরা দিতে পারেন আরপিএস কাঁহালো। বর্তমানে অস্ট্রেলিয়ার নিবাসী কাঁহালো। কাল দিনভর সল্টলেকসহ কলকাতার বেশ কয়েকটি এলাকায় তল্লাসি চালান ইডি গোয়েন্দারা। সল্টলেকের বাসিন্দা কমল সোমানি নামে এক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদও করেছে ইডি। বন্দর এলাকায় প্রাক্তন চেয়ারম্যানের বাংলোতেও চলে তল্লাসি। বিভিন্ন জায়গায় তল্লাসিতে উদ্ধার হয়েছে বেশকিছু নথি।