ওয়েব ডেস্ক: বাম-কংগ্রেস জোটের আসন রফা নিয়ে আজ রাজ্য কমিটির বৈঠকে বসছে আরএসপি।  জোট নিয়ে সিপিএমের একতরফা সিদ্ধান্তের অভিযোগে  আগেই আপত্তি তুলেছে  আরএসপি। তাঁদের অভিযোগ, শরিক দলের সঙ্গে কোনওরকম আলোচনা না করেই জোট নিয়ে একতরফা সিদ্ধান্ত নিচ্ছে আলিমুদ্দিন। আজকের আলোচনায় গুরুত্ব পাবে মুর্শিদাবাদের  আসন বন্টন। গতবারের বিধানসভা নির্বাচনে  ২৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল আরএসপি। আরএসপি সূত্রের খবর, বাম-কংগ্রেস জোট হলে এবার তারা ৩টি আসন  ছাড়তে পারে। তিনের বেশি আসন কোনওভাবেই ছাড়তে রাজি নয় বামেদের এই শরিক দল। মুর্শিদাবাদে বেশ কয়েকটি জায়গায় আরএসপিরও সংগঠন যথেষ্ঠই মজবুত। আজকের  বৈঠকে  আসন বন্টনের বিষয়টিই সবথেকে বেশি গুরুত্ব পাবে বলে জানা গেছে। জোট ইস্যুতে আগামিকাল ফরোয়ার্ড ব্লকও বৈঠকে বসছে।