নিজস্ব প্রতিবেদন:  'প্রচণ্ড অন্যায় করেছেন। প্রকাশ্যে ক্ষমা উচিত'। বগটুইকাণ্ডে শিল্পী শুভাপ্রসন্নের 'রুদালি' মন্তব্যে প্রতিক্রিয়া নাট্যকার রূদ্রপ্রসাদ সেনগুপ্তের। জি ২৪ ঘণ্টার 'আপনার রায়'  অনুষ্ঠানে বললেন, 'কতগুলি মানুষ মরে গিয়েছে, মরে গেলেই তো কাঁদাই মানুষের ধর্ম'।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রামপুরহাটে বগটুইতে তৃণমূল নেতা, পঞ্চায়েতের উপ-প্রধান ভাদু শেখকে কারা খুন করল? গ্রামের বেশ কয়েকটি বাড়িতে আগুনইবা লাগিয়ে দেওয়া হল কেন? শুধুমাত্র অগ্নিসংযোগের ঘটনারই তদন্তভার ছিল CBI-র হাতে। এদিন ভাদু শেখ খুনেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকেই তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট। কেন? আদালতের মতে, 'এই দুটি মধ্যে যোগসূত্র রয়েছে'।


এদিকে বগটুইকাণ্ডে প্রতিবাদে সোচ্চার হতে দেখা যায়নি রাজ্য়ের বিশিষ্টজনেদের। বরং বিষয়টি তাঁরা কার্যত এড়িয়ে গিয়েছেন। কেন? জি ২৪ ঘণ্টার 'আপনার রায়' অনুষ্ঠানে চিত্রশিল্পীর শুভাপ্রসন্ন বলেছিলেন, 'আমি তো রুদালি নই, যে কোথায় কিছু ঘটনা ঘটলেই কাঁদতে যাব। একটা ঘটনা ঘটেছে। মুখ্যমন্ত্রী দায়িত্ব নিয়ে গিয়েছেন। চেষ্টা করছেন, যা কিছু যেভাবে হয়। এমন উদ্যোগ কোনওদিনও কেউ কখনও নেয়নি। আমাদের সাজে না কোনও কথা বলার'। 



এদিন জি ২৪ ঘণ্টার 'আপনা রায়' অনুষ্ঠানে নাট্যকার রূদ্রপ্রসাদ সেনগুপ্ত বলেন, 'ভেবে বলেনি। লাগসই কিছু বলার তাগিদে বলে ফেলেছে। যেটা ভুল করেছেন সেটা হল, কতগুলি মানুষ মারা গিয়েছে, মরে গেলে কাঁদাই তো মানুষের ধর্ম। সেটাই তো মানবিকতা, না হলে আমি মানুষ কোথায়'! তাঁর মতে, 'যাঁরা মানুষের মৃত্যু দেখে চোখের জল ফেলেন, তাঁদের রুদালি বলে প্রচন্ড অন্যায় করেছেন'। চিত্রশিল্পী শুভাপ্রসন্নকে 'প্রকাশ্যে ক্ষমা'  চাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।