সম্মান দিয়েই বলছি, মদন`দা কিন্তু বাংলার ক্রাশ: Saayoni
ভবানীপুরের অরাজনৈতিক অনুষ্ঠানে একমঞ্চে মদন মিত্র ও সায়নী ঘোষ।
নিজস্ব প্রতিবেদন: বিতর্কের পর মুখ্যমন্ত্রী ও তৃণমূল যেভাবে তাঁর পাশে দাঁড়িয়েছে, তার জন্য় কৃতজ্ঞতা প্রকাশ করলেন অভিনেত্রী সায়নী ঘোষ (Saayoni Ghosh)। এর পাশাপাশি তাঁর দাবি, দেশের অন্য জায়গার তুলনায় বাংলায় মহিলারা নিরাপদ। রাত ২টোয় নিশ্চিতে বাড়ি ফিরতে পারেন তিনি।
ভবানীপুরের অরাজনৈতিক অনুষ্ঠানে এ দিন হাজির হন সায়নী ঘোষ (Saayoni Ghosh)। তাঁর সঙ্গে একই মঞ্চে ছিলেন মদন মিত্র (Madan Mitra)। সায়নীর পাশে দাঁড়িয়ে তৃণমূল নেতা বলেন,'এই মুহূর্তে বাংলার প্রতিবাদী কণ্ঠ সায়নী ঘোষ। আমার আসার কথা ৫টায়। এসেছি তিনটেয়। তার একটাই কারণ, সায়নী তুমি এগিয়ে চলো। গোটা সরকার, বাংলা তোমার পাশে আছে।' এরপরই বলতে ওঠেন সায়নী। শুরুতেই খানিকটা রসিকতার ছলে তিনি বলেন,'মদন'দা অনেক বড় লিডার। সম্মান রেখেই বলছি, মদন'দা কিন্তু বাংলার ক্রাশও বটে। এই যে এত সুন্দর আদানপ্রদান পশ্চিমবঙ্গ ছাড়া কোথাও সম্ভব নয়।'
সায়নীর কথায়, 'আমি কোথায় যাব, কার সঙ্গে থাকব। সেটা আমরাই ঠিক করব। আপনারা প্রত্যেকে পাশে থেকেছেন আমি প্রচণ্ড কৃতজ্ঞ। এখানে এসে আর একটা কথা বুঝতে পারলাম, পশ্চিমবঙ্গ বস আলাদা জিনিস! এখানে মহিলাদের যে জায়গা দেওয়া হয়, তা অন্যত্র নেই। বাংলায় থাকি বলে নয়, জীবনে ও কর্মক্ষেত্রেও বুঝতে পেরেছি।'
'জয় শ্রী রাম' ও টুইট বিতর্কে সায়নীর পাশে দাঁড়িয়ে বিজেপিকে নিশানা করেছিলেন মমতা। অভিনেত্রীর পাশে থাকার আশ্বাসও দিয়েছেন। এ দিন সায়নী বলেন,'মহিলা মুখ্যমন্ত্রী থাকলে তার সুবিধা থাকে। নারীদের নিরাপত্তায় পশ্চিমবঙ্গ নম্বর ওয়ান। সারা দেশে কী হচ্ছে, তা আমরা জানি। রাত দুটোয় কাজ করে ফিরব, এটা পশ্চিমবঙ্গের বাইরে কোথাও ভাবা যায় না।'
আরও পড়ুন- বেতন বাড়ছে Para Teacher-দের; অবসরের পর মিলবে এককালীন অর্থ, বাজেটে ঘোষণা Mamata-র