নিজস্ব প্রতিবেদন: নামি সফটওয়ার সংস্থার নামে প্রতারণা চক্রের হদিস খাস কলকাতায়। ফের ঘটনাস্থল সল্টলেক। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে সল্টলেকের ৫টি কল সেন্টারে তল্লাশি চালায় গোয়েন্দা বিভাগ। সেখান থেকেই প্রতারণার অভিযোগে ৭জনকে গ্রেফতার করা হয়েছে। সিআইডি সূত্রের খবর, অভিযোগ পাওয়ার পরেই  টাওয়ার লোকেশনের সূত্র ধরেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্তদের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


জানা গিয়েছে, বিশেষ করে কানাডা, ইউএসএ, ইউকের বাসিন্দাদের প্রতারণা করা হত।  ডিআইজি সিআইডি স্পেশাল মিথেশ জৈন বলেন, "যারা কম্পিউটার ব্যবহার করেন, অথচ টেকনলজি নিয়ে ওয়াকিবহাল নন, তাদেরই টার্গেট করত এই চক্র।" সিআইডির দাবি, বিভিন্ন অ্যাড্রেসে নিজেরাই একটি লিঙ্ক পাঠাত। সমস্যা তৈরি হলে সংস্থার নাম করে টাকা হাতিয়ে নিত।


আরও পড়ুন: 'দেশভাগ করতে চাইছে, পাড়ায় ঢুকলে মেরে তাড়াব', এনআরসি-র বিরোধিতায় হুঁশিয়ারি বামেদের


গোয়েন্দারা জানিয়েছে, ইতিমধ্যেই প্রচুর টাকা প্রতারণা করেছে এই দল। সম্প্রতি, কলকাতা পুলিসও এই ধরনের একটি কেসে কয়েকজনকে গ্রেফতার করে। দুই তরফের ধৃতদের মধ্যে কোনও যোগাযোগ রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।