ওয়েব ডেস্ক:বলতে পারেন, বিন্দুতে সিন্ধু না, সন্দেশ। সন্দেহের অবকাশ নেই। এ শহরের অবাক-করা অনেককিছুই হয়। তারই একটি এই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে এক টাকার সন্দেশ। প্রতিদিন জিনিসের দাম বাড়ছে। খাবার মুখে তোলা দায়। তো এখন যদি কেউ বলেন, এক টাকার সন্দেশ খাবেন? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এই দোকান ৩০০ বছরের পুরনো উত্তর কলকাতার মিষ্টান্ন প্রতিষ্ঠানেরই উত্তরসূরি। জয়দেব দত্ত অ্যান্ড সন্স। হরি ঘোষ স্ট্রিট। সন্দেশের স্বাদ দারুণ। পুরনো লিঙ্কটা কামড়েই টের পাওয়া যায়। পুরনো লিঙ্কটা আরও একটা ব্যাপারে এখনও বিদ্যমান। এক টাকার সন্দেশ। 


কলেবর খাটো, নেই তার প্রায় ওজন। কিন্তু স্বাদে খাটো নয় এতটুকুও।বড় হোক বা ছোট কোয়ালিটি সেই এক-ই।