Sandeshkhali Incident | Suvendu: গতরাত থেকে পুলিসের নিরাপদ আশ্রয়েই রয়েছে শাহজাহান, চাঞ্চল্যকর দাবি শুভেন্দুর
Sandeshkhali Incident | Suvendu: তৃণমূল নেতা শেখ শাহজাহানের গ্রেফতারের দাবিতে তোলপাড় সন্দেশখালি। বিরোধীদের বরাবরের দাবি তৃণমূলের আশ্রয়েই রয়েছে শাহজাহান। এবার শুভেন্দু দিলেন চমকে দেওয়ার মতো তথ্য
শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: সন্দেশখালিকাণ্ডে অভিযুক্ত তৃণমূল নেতা শেখ শাহজাহান এখনও অধরা। তৃণমূলের তরফে বক্তব্য ছিল শাহজাহানকে ধরার দায়িত্ব ইডির। বুধবার কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে শাহজাহানকে গ্রেফতার করতে পারে ইডি, সিবিআই বা রাজ্য পুলিস। ফলে রাজ্যের এখনও আর দায় এড়ানোর জায়গা নেই। তবে আগেই শাহজাহানের ব্যাপারে কড়া মনোভাব দেখিয়েছে দল। এরকম এক পরিস্থিতিতে চাঞ্চল্যকর দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
আরও পড়ুন- রবিবার থেকে বদলে যাবে আবহাওয়া, কোথায় বৃষ্টি জানাল আবহাওয়া দফতর
বুধবার তাঁর এক্স হ্যান্ডেলে বোমা ফাটিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি লিখেছেন সন্দেশখালির দুর্বৃত্ত শেখ শাহজাহান গত রাত বারোটার পর থেকে মমতার পুলিসের হেফাজতেই রয়েছে। বেড়মজুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে তাকে ধরা হয়েছে। তার আগে এক প্রভাবশালী মধ্যস্থতাকারীর দৌলতে তার সঙ্গে পুলিসের মধ্যস্থতা হয়ে গিয়েছে। যাতে তাকে পুলিসি ও বিচার বিভাগীয় হেফাজতে রাজার হালে রাখা হয়। জেলে গেলে তাকে ফাইভ স্টার আতিথেয়তা দেওয়া হবে। তাকে মোবাইল ফোন দেওয়া হবে যাতে সে ওই ফোনের সাহায্যেই সংগঠন চালাতে পারে। এমনকি সে যদি চায় তাহলে তার জন্য উডবান ওয়ার্ডে একটি বেডও ঠিক করে রাখা হবে।
শাহজাহানের বর্তমান ঠিকানা নিয়ে প্রকাশ্যে মন্তব্যও করেছেন শুভন্দু অধিকারী। বিরোধী দলনেতার দাবি, শাহজাহানকে কাল রাত বারোটার সময় বেড়মজুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে কথা বলে নিয়ে আসা হয়েছে। ফলতাতে রাখা হয়েছে। কথাবার্তা চলছে, সেখানেই গ্রেফতার দেখানো হবে। উডবান ওয়ার্ডে পাঠানো হবে নাকি দেখানো হবে অন্য রাজ্য থেকে ধরে আনা হয়েছে। বলা হবে বাইরে পালিয়ে গিয়েছিল, চ্যাম্পিয়ন রাজীব কুমার ধরে এনেছেন। ভাইপো বলেছেন তো! পুলিস টিমের একজন বলে দিল এমন কাণ্ড হয়েছে। চিন্তাভাবনা চলেছে প্রধানমন্ত্রীর আসার দিন গ্রেফতার দেখিয়ে মিডিয়ায় চোখ কেড়ে নেওয়া হবে।
এনিয়ে সন্দেশখালির প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার বলেন, শুভেন্দু অধিকারীর কথার কোনও জবাব দিতে চাই না। উনি কোথা থেকে জেনেছেন জানি না। শাহজাহান কোন ফাইভস্টার হোটেলে আছেন জানি না। তবে এটুকু বলতে পারি ও তৃণমূলের আশ্রয়েই রয়েছে। আর ও মুখ্যমন্ত্রী যখন বলবেন তখন ও ধরা পড়বে।
অন্যদিকে, শাহাজাহান প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, শাহজাহান প্রথমে সিপিএম করতেন। পরবর্তীকালে তিনি যখন তৃণমূল কংগ্রেস আসেন তখন থেকে শুভেন্দুরই ঘনিষ্ঠ ছিলেন। শুভেন্দুর সঙ্গে ছবিও পাবেন। ফলে শাহজাহান কী করে, কেথায় থাকে তা শুভেন্দু অধিকারী সবচেয়ে বেশি বলতে পারবে। সেগুলোই ওর মুখ থেকে বেরিয়ে যাচ্ছে। আমি শুধু বলব এত ট্যুইট, স্টেটমেন্ট না করে শাহাজাহান কোথায় আছে তা শুভেন্দু যদি জেনে থাকে তাহলে সিবিআই ইডিকে বলে দিক। আর সিবিআই, ইডি তাকে ধরে আনুক। ব্যাপারটা মিটে যাক।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)