নিজস্ব প্রতিবেদন: দাদাসাহেব ফালকের মতোই 'সত্যজিৎ রায় পুরস্কার' (Satyajit Ray Award) চালু করতে চলেছে কেন্দ্রীয় সরকার। প্রকাশ জাভড়েকরের ঘোষণার পরই প্রশ্ন উঠছে, বাংলার ভোটের দিকে তাকিয়ে কী সিদ্ধান্ত? এনিয়ে কোনও মন্তব্য চাইলেন না সন্দীপ রায়। তাঁর কথায়, 'ভালোই লাগছে। আমরা খুশি।'   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Zee ২৪ ঘণ্টাকে সন্দীপ রায় (Sandip Ray) বলেন,'খুব ভালো লাগছে। আমরা সকলেই খুশি।' আরও আগে কি হতে পারত? সত্যজিৎপুত্রের কথায়,'এটাই সঠিক সময়। বাবার ১০০তম জন্ম জয়ন্তীর বছরে ঘোষিত হল। ভালোই লাগছে।' 


অভিনেতা সাবিত্রী চ্যাটার্জি বলেন,'ভালো লাগছে। এর চেয়ে আনন্দের কী আছে!'      


 সত্যজিৎ রায়ের (Satyajit Ray) সঙ্গে কাজের অভিজ্ঞতা রয়েছে অভিনেতা চিরঞ্জিতের। তিনি মনে করেন,'ভোটের আগে ঘোষণা হয়েছে। স্বাভাবিকভাবে সময়টা বিবেচনা করতে হবে। বাঙালি আবেগ উস্কে দিতে চাইছে।'


অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) বলেন,'সত্যজিৎ রায় (

আরও পড়ুন- 'ভুল' ঠিকানার জেরে শাহের বিরুদ্ধে অভিষেকের মামলা ফেরত গেল নিম্ন আদালতে