নিজস্ব প্রতিবেদন:  সারদা তদন্তে এবার নয়া পত্রবোমা। কলকাতার পুলিস কমিশনার রাজীব কুমার চিঠি পাঠালেন সিবিআই ডিরেক্টরকে। ইতিমধ্যেই সারদা তদন্তে রাজ্যের তদন্তকারী সংস্থাগুলির বিরুদ্ধে আদালতে পক্ষপাতের অভিযোগ করেছে সিবিআই। এই আবহে এবার সিবিআইয়েরই কোনও নিরপেক্ষ অফিসারকে দিয়ে তদন্তের নথি খতিয়ে দেখানোর আর্জি ঘিরে তৈরি হয়েছে নতুন চাপানউতোর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর স্বপ্নের কলকাতা আই-কে ছাড়পত্র দিল পরিবেশমন্ত্রক


সারদা তদন্তে নিরপেক্ষ কোনও সিনিয়র সিবিআই অফিসার খতিয়ে দেখুক তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ, দাবি তুললেন কলকাতার পুলিস কমিশনার রাজীব কুমার। সিবিআইয়ের বর্তমান তদন্তকারী দলের ভূমিকায় খুশি নন তিনি। সিবিআই ডিরেক্টরের কাছে চিঠি দিয়ে রাজীব কুমারের আবেদন,  সারদার তদন্তকারী দলের সদস্য নন এমন কোনও সিনিয়র সিবিআই অফিসার যেন এই তদন্তের যাবতীয় নথিপত্র খতিয়ে দেখেন। ফলে আখেরে কার্যত সিবিআইকে দিয়েই সিবিআইয়ের আরেক টিমের তদন্তের জন্য সওয়াল করলেন কলকাতার পুলিস কমিশনার।



২০১৩-তে রাজীব কুমারের নেতৃত্বেই সারদা মামলায় প্রথম তদন্ত শুরু করেছিল রাজ্য পুলিসের স্পেশাল ইনভেস্টিগেশন টিম। সেইসময় বিধাননগর কমিশনারেটের পুলিস কমিশনার ছিলেন তিনি। তদন্ত চলাকালীন বেশ কয়েকজন প্রভাবশালীকে বাঁচাতে পুলিসের বিরুদ্ধে তদন্তের নথিপত্র লোপাটের অভিযোগ ওঠে। সোচ্চার হয় বিরোধীরা।


আরও পড়ুন: গ্রেফতার সিপিআইএমএল নেতা, সভার আগেই উত্তাপ বাড়ল ভাঙড়ে


সিবিআই তদন্তভার হাতে নেওয়ার পর, ওই অভিযোগের সত্যতা খতিয়ে দেখার দিকেও নজর দিয়েছে। বেশ কয়েকবার নোটিস পাঠানো হয় রাজীব কুমারকে। চিঠির জবাব দিলেও, আজ পর্যন্ত সিবিআই তদন্তকারীদের মুখোমুখি হননি তিনি। আর এবার সিবিআই ডিরেক্টরকে লেখা তাঁর চিঠি ঘিরে চাপানউতোর তুঙ্গে। এর পাল্টা সিবিআইয়ের তরফেও সুপ্রিম কোর্টে জানানো হয়েছে,  'তদন্তকারী দলের বিরুদ্ধে যে অভিযোগ করেছেন রাজীব কুমার, তা ভিত্তিহীন'।