নিজস্ব প্রতিবেদন:  নারদা, সারদা, রোজভ্যালি সহ একাধিক তদন্তে গতি আনতে উদ্যোগ। কলকাতা জোনে নতুন জয়েন্ট ডিরেক্টর হচ্ছেন পঙ্কজ শ্রীবাস্তব।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: নজরে ১০০ ভরি সোনা, জমিদার বাড়ির মেয়ে ভারতীর লকারে তল্লাশি সিআইডি-র


পঙ্কজ শ্রীবাস্তব হলেন ১৯৯২-এর ব্যাচের আইপিএস ক্যাডার। গত কয়েকবছর ধরে কলকাতা জোনে কোনও জয়েন্ট ডিরেক্টর ছিলেন না। হায়দরাবাদ জোনের ডিরেক্টর অতিরিক্ত দায়িত্ব সামলাচ্ছিলেন। ফলে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে বারবার হায়দরাবাদের দ্বারস্থ হতে হচ্ছিল।


আরও পড়ুন:  জলভর্তি বালতিতে ডুবে মৃত্যু মেটিয়াবুরুজের দেড় বছরের শিশুর


সারদা-রোজভ্যালিকাণ্ডের মতো ঠান্ডাঘরে চলে গিয়েছে নারদাকাণ্ডের তদন্তও, অন্তত গত কয়েক মাসে এমনটাই অভিযোগ উঠে আসছিল আম জনতার তরফ থেকে। একটা সময়ে জোর গতিতে চলছিল তদন্ত, প্রতিদিনই কাউকে না কাউকে তলব করা হচ্ছিল, কিন্তু আকস্মিকভাবে তা থমকে যায়। এবার সেই তদন্তে ফের গতি আসবে বলেই মনে করছে ওয়াকিবহল মহল।