নিজস্ব প্রতিবেদন: বইমেলার আজ শেষ দিন। গতকাল তুলকালামের পর আজও জমাট বাঁধা আতঙ্ক রয়েছে।  অশান্তির আশঙ্কা পিছু ছাড়ছে না বইমেলার। তলে তলে প্রস্তুতি নিচ্ছে দুই শিবিরই। বাড়তি সতর্ক পুলিসও। সব মিলিয়ে এখনও অব্যাহত এক চাপা টেনশন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ঘটনার সূত্রপাত শনিবার বিকেলে। নাগরিকত্ব সংশোধনী আইন ও নাগরিকপঞ্জির প্রতিবাদে উত্তাল হয় বইমেলা। শনিবার বইমেলায় বিজেপি নেতা রাহুল সিনহাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে অতিবাম ছাত্রছাত্রীরা। পুলিসের সঙ্গে পড়ুয়াদের দফায় দফায় চলে অশান্তি। একটা সময়ের পর সতর্ক করতে মাইকিং করতে হয় বইমেলা কর্তৃপক্ষকে। আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ।  পরিস্থিতি নিয়ন্ত্রণে শেষ পর্যন্ত ৭ নম্বর গেট বন্ধ করে দেওয়া হয়। আটক হয়েছে ১১ জন বিক্ষোভকারী। 


তবে আজ দশমীর বিষাদ। আজ রাত নটায় সমাপ্তির ঘণ্টা বাজবে। এ বছরের মত বইমেলা শেষ। আবার অপেক্ষা একটি বছরের। আন্তর্জাতিক ক্যালেন্ডার মেনে প্রতিবছর বইমেলা শুরু হয় জানুয়ারি মাসের শেষ বুধবার। এ বছর বইমেলায় ভালই কেনাবেচা হয়েছে বলে দাবি গিল্ড কর্তাদের।