নিজস্ব প্রতিবেদন: এবার গ্রীষ্মে গোটা দক্ষিণ ভারত জুড়েই জলের হাহাকার। জল বিক্রি হয়েছে বিপুল দামে। এরকম এক অবস্থায় জল সংরক্ষণে উত্সাহ দেওয়ার উদ্যোগ নিল রাজ্য সরকার। স্লোগান ‘জল বাঁচান, জীবন বাঁচান’।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-ICC World Cup 2019: বার্মিংহামে ব্রিটিশরাজ! অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ড


জল সংরক্ষণে সচেতনতা বাড়াতে আজ জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে মেয়ো রোডে গান্ধী মূর্তি পর্যন্ত পদযাত্রা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল তিনটে নাগাদ শুরু হবে ওই পদযাত্রা।




পশ্চিমবঙ্গের মোট ৩১টি ব্লক চিহ্নিত করেছে রাজ্য সরকার। জলের স্তর অনেকটাই নেমে গিয়েছে ওইসব ব্লকে। ফলে ভবিষ্যতে জলের অবস্থা ভয়ঙ্কর আকার ধারন করতে পারে ওইসব ব্লকে। ওই আশঙ্কার কথা মাথায় রেখে ওইসব ব্লকে ভূগর্ভস্থ জল তোলার ওপরে নিষেধাজ্ঞা জারি করতে চলেছে রাজ্য সরকার।



আরও পড়ুন-ভোল্টেজ কমে যাওয়ায় বন্ধ গানবাজনা, রাগে গলার নলি কেটে মাইকম্যানকে খুন যুবকের


মানুষের সচেতনতা বৃদ্ধি করতে শুধু হাঁটাই নয়, গানও লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গান গেয়েছেন ইন্দ্রনীল সেন।