নিজস্ব প্রতিবেদন: এপ্রিলেই রাজ্যে পুরভোট চায় পশ্চিমবঙ্গ সরকার। তার আগে মোটের ওপর ঘর গুছিয়ে ফেলেছে বিজেপি। কলকাতা-সহ বাকি পুরসভার প্রার্থী তালিকা তৈরি। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর তা প্রকাশ করা হবে বলে জানালেন বিজেপি নেতা সায়ন্তন বসু।  পুরভোটে কাউকেই মেয়র পদপ্রার্থী করে ময়দানে নামছে না রাজ্য বিজেপি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিধানসভার আগে মিনি বিধানসভা ভোট। একুশের আগে পুরভোট এবার গেরুয়া শিবিরের কাছে বড় চ্যালেঞ্জ। তবে, আত্মবিশ্বাসী দিলীপ -সায়ন্তরা। গ্রীষ্মের সেমিফাইনাল ম্যাচের জন্য পুরোদস্তুর আত্মবিশ্বাসী পদ্মশিবির। সায়ন্তন বসুর কথায়,''উন্নয়ন দেখতে গেলে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের বাড়িতে চলে যান। আমরা মানুষের উন্নয়ন চাই।'' 


কলকাতা-সহ ১২০টি পুরসভায় ভোট। প্রচুর আসন। প্রতিটির জন্য প্রার্থী বাছতে হবে। ঝক্কি কম নয়। একে তো বিপুল সংখ্যক প্রাথী জোগাড়ের চ্যালেঞ্জ, তারওপর এত আসনে লড়ার অভিজ্ঞতা প্রথমবার। রাজ্য বিজেপি নেতৃত্ব অবশ্য বলছেন তাঁরা রেডি। সায়ন্তন বসুর কথায়,''কয়েকদিনের মধ্যে প্রার্থী তালিকা চড়ান্ত হয়ে যাবে। নির্বাচন ঘোষণার পরই প্রকাশ করবে বিজেপি।''  


কলকাতার ক্ষেত্রে অতিরিক্ত সতর্ক বিজেপি ১৪৪টি ওয়ার্ডে কারা লড়বেন তা মোটের ওপর চূড়ান্ত। তবে, এখনই কাউকে মেয়র পদপ্রার্থী করে ভোটে যেতে চায় না দল। প্রতিটি ওয়ার্ডের জন্য আলাদা রণকৌশল, আলাদা ইশতেহার। ৫ বছর আগে তৃণমূলের দেওয়া সব প্রতিশ্রুতি ধরে ধরে পর্যালোচনা। সায়ন্তন বলেন, ''কলকাতাকে লন্ডন বানানোর প্রতিশ্রুতি দিয়েছিল। বিভিন্ন ওয়ার্ডে প্রতিশ্রুতি দিয়েছিল তৃণমূল। সেগুলি খতিয়ে দেখা হচ্ছে, কোথায় কী হয়নি, তা তুলে ধরা হবে।''    


খসড়া তৈরি। এবার ঝাড়াই বাছাইয়ের পালা। তবে, সেখানেও ধীরে চলো কৌশল নিচ্ছে গেরুয়া শিবির। বহু জায়গায় তৃণমূলের অন্তর্দ্বন্দ্বকে কাজে লাগিয়ে ম্যাচ ঘোরাতে চায় পদ্মশিবির। 


আরও পড়ুন- তাপস পাল জীবন দিয়ে প্রমাণ করে গেলেন অসৎ সঙ্গে সর্বনাশ: সুজন