নোট সমস্যায় SBI-এর একগুচ্ছ পদক্ষেপ
রাজ্যে SBI-এর ব্রাঞ্চগুলিতে টাকার কী পরিস্থিতি? ATM-গুলিরই বা কী হাল? সাধারণ মানুষের এইসব প্রশ্নের উত্তর দিলেন SBI-এর চিফ জেনারেল ম্যানেজার পার্থপ্রতিম সেনগুপ্ত ।
ওয়েব ডেস্ক : রাজ্যে SBI-এর ব্রাঞ্চগুলিতে টাকার কী পরিস্থিতি? ATM-গুলিরই বা কী হাল? সাধারণ মানুষের এইসব প্রশ্নের উত্তর দিলেন SBI-এর চিফ জেনারেল ম্যানেজার পার্থপ্রতিম সেনগুপ্ত ।
পার্থপ্রতিম জানিয়েছেন, উত্তরবঙ্গে তিনটি ও কলকাতায় তিনটি মোবাইল ATM ইতিমধ্যেই চালু করেছে SBI। ওই সব ATM থেকে যে কোনও ব্যাঙ্কের ডেবিট কার্ডে তোলা যাবে ২৫০০ টাকা। রাজ্যের মোট ১৮২টি পেট্রোল পাম্প থেকে টাকা তোলা যাচ্ছে।
আরও জানিয়েছেন, বয়স্ক নাগরিকদের জন্য কলকাতায় দুটি বিশেষ কাউন্টার খুলেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তবে এটাও জানালেন যে, এরাজ্যে স্টেট ব্যাঙ্কের কাছে এখনও ৫০০ টাকার নতুন নোট এসে পৌঁছয়নি। আরও পড়ুন, নোট বদলের সিদ্ধান্তের ওপর এখনই স্থগিতাদেশ নয় : অর্থমন্ত্রক