রণয় তেওয়ারি: সাতসকালে কলকাতায় বেপরোয়া গতির বলি ১। আহত আরও দুই স্কুটি আরোহী। ২০১৬ সালের প্রজাতন্ত্র দিবসের মহড়া চলছিল রেড রোডে। তার মধ্যেই নিরাপত্তা বেষ্টনী ভেঙে ঢুকে পড়ে তৃণমূল নেতা মহম্মদ সোহরাবের ছেলে আম্বিয়া সোহরাবের গাড়ি। বিলাসবহুল গাড়ির বেপরোয়া সেই গতি পিষে দেয় বায়ুসেনা কর্মী অভিমন্যু গৌড়কে। এবার প্রায় একই ধরনের ঘটনা ফোর্ট উইলিয়ামের দক্ষিণ গেটের সামানে। বেলাগাম বিলাসবহুল গাড়ির ধাক্কায় ছিটকে পড়লেন এক স্কুটি আরোহী। ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। অন্য দুজন এসএসকেএম হাসপাতালে ভর্তি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- চিংড়িঘাটাকাণ্ডে গ্রেফতার অভিযুক্ত; দুষ্কৃতীকে দুষ্কৃতীর মতোই দেখতে হবে, সরব সুজিত


কী হয়েছিল আসলে? মেটিবুরুজের ফতেপুর ভিলেজ রোডের বাসিন্দা ফাইজান আনসারি, রিজওয়ান ও আহতাব নামে ৩ যুবক রবিবার সকাল নাগাদ একটি স্কুটি চড়ে আসছিল ময়দানে। রবিবার হওয়ায় তারা ক্রিকেট খেলার সরঞ্জাম নিয়ে ময়দান রওনা দিয়েছিল। খিদিরপুর পার করে তারা যখন রেড রোড হয়ে ময়দানের দিকে যাচ্ছিল সেইসময় ফোর্ট উইলিয়ামের দক্ষিণ গেটের সামনে একটি চারচাকার বিলাবহুল গাড়ি তদের স্কুটিতে ধাক্কা দেয়। প্রবল ধাক্কায় তিনজনই রাস্তায় পড়ে যায়। ঘটনাস্থলেই মারা যায় ফাইজান।


হরিমোহন ঘোষ কলেজের দ্বিতীয় বর্ষের পড়ুয়া ফাইজান বাবা মায়ের একমাত্র সন্তান। আহত রিজওয়ানের বাবা বলেন, আমরা শুনলাম ওদের স্কুটিতে অ্যাক্সিডেন্ট হয়েছে। আমারে ছেলে রিজওয়ানের পা ভেঙে গিয়েছে। মাথা ফেটে গিয়েছে। হাসপাতালে নিয়ে এসেছি। বলছে বেড খালি নেই। বলেছে এখান থেকে নিয়ে যাও। আমরা গরিব মানুষ কোথায় ওদের নিয়ে যাব!


এদিকে ঘাতক গাড়ির চালককে আটক করা হয়েছে। পরে তাকে গ্রেফতারও করা হয়েছে। ঘাতক গাড়িটি কতটা গতিতে যাচ্ছিল। কোথা থেকে কোথায় যাচ্ছিল তার সবই তদন্তের বিষয়। তবে আহতদের পরিবারের মানুষজনের যে যুবক মারা গিয়েছে সেই ফাইজানের এক ভাইও মারাত্মক আহত হয়েছে। আমার ওদের এসএসেকেএমে এনেছি। কিন্তু ওরা বলছে অন্য কোথাও নিয়ে যেতে। আমরা বলেছি স্ট্রেচারে রেখেই চিকিত্সা করান। ওরা কথা শুনছে না। সংবাদমাধ্যম আসার পর চিকিত্সা শুরু করেছে। কিন্তু বেড দেয়নি।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)