নিজস্ব প্রতিবেদন:  পুজোর আগেই চালু হবে বিধাননগর সেক্টর ফাইভ থেকে স্টেডিয়াম পর্যন্ত মেট্রো পরিষেবা। জুনে চালু হওয়ার কথা থাকলেও, কিছু সমস্যার জন্য সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে ভাড়ার ব্যাপারে স্পষ্ট কিছু জানা না গেলেও, ইস্ট-ওয়েস্ট মেট্রোর ভাড়া বর্তমান মেট্রোর থেকে বেশি হবে বলেই মনে করা হচ্ছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: ভারতীয় জওয়ানরা সুরক্ষাতেই বড় গলদ, সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্টে ফাঁস চাঞ্চল্যকর তথ্য


সেক্টর ফাইভ থেকে যুবভারতী স্টেডিয়াম পর্যন্ত মাটির উপরে মেট্রো পথের দূরত্ব ৫.৮ কিলোমিটার।


স্টেশন গুলি হচ্ছে সেক্টর ফাইভ, করুণাময়ী, সেন্ট্রাল পার্ক, সিটি সেন্টার, বেঙ্গল কেমিক্যাল, সল্টলেক স্টেডিয়াম। 


তবে যে রুটে এমনিতেই বাস-অটোর অভাব নেই সেখানে বেশি ভাড়া দিয়ে কত যাত্রী মেট্রোয় উঠবেন তা নিয়েই সংশয় থাকছে।


আরও পড়ুন: ৩ কোটি টাকার প্রকল্পে তৈরি হবে সরকারি রসগোল্লা


সেক্টর ফাইভ থেকে যুবভারতী স্টেডিয়াম পর্যন্ত ৬টি স্টেশন তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। সিগন্যালিং ব্যবস্থা-সহ ট্রেন চালানোর বাকি কাজ শেষ করতেও চলছে জোর তত্পরতা।