নিজস্ব প্রতিবেদন: বনধে কেন খোলা হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) প্রশাসনিক ভবন? এই প্রশ্ন তুলে তালা ঝোলাল এসএফআই (SFI)। তখন ভিতরে উপাচার্য, সহ-উপাচার্য ও কর্মী-পড়ুয়ারা। ফলে আটকে পড়েন তাঁরা। পরে করাত দিয়ে তালা কাটেন বিশ্ববিদ্যালয়ের কর্মীরা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নবান্ন অভিযানে পুলিসের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুলে বনধ ডেকেছে বাম ছাত্র ও যুবরা। তবে বনধ উপেক্ষা করে এ দিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) মূল প্রশাসনিক অফিস অরবিন্দ ভবনে স্বাভাবিক কাজকর্ম চলছিল। এদিকে, সকাল থেকে বনধের সমর্থনে মাইকিং চালাচ্ছিলেন এসএফআই সদস্যরা (SFI)। অরবিন্দ ভবনের কাজকর্ম সচল দেখে তিনটি দরজায় তালা ঝুলিয়ে দেন তাঁরাই। এরই সঙ্গে এসএফআই কর্মীরা হুঁশিয়ারি দেন,'বনধ উপেক্ষা করে এসেছেন সন্ধে ৬টা পর্যন্ত ভিতরে থাকুন।' 


তার জেরে অরবিন্দ ভবনে 'অফিসবন্দি' হয়ে পড়েন উপাচার্য, সহ-উপাচার্য এবং কর্মী ও পড়ুয়ারা। তাঁদের উদ্ধারে করাত দিয়ে তালা কাটেন তৃণমূলের কর্মী সংগঠনের সদস্যরা। তাঁরা জানান,'এভাবে তালা ঝোলানো অনৈতিক। আবার আসলে রুখে দাঁড়াব।'


আরও পড়ুন- Dinesh Trivedi আমার দাদার মত: অর্জুন, আত্মসম্মান সম্পন্ন কেউ TMC-তে থাকতে পারবে না: কৈলাস