নিজস্ব প্রতিবেদন:  দুর্গা পিথুরি লেনের পর এবার খালি করা হল স্যাকরা পাড়া লেন। এই নিয়ে বউবাজারের বি বি গাঙ্গুলি স্ট্রিট লাগোয়া দুটি পাড়া খালি হল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



স্যাকরা পাড়া ও গৌর দত্ত লেনের একাধিক বাড়িতে শনিবার রাতেই ফাটল ধরা পড়ে। তবে সোমবার পর্যন্ত এখানকার বাসিন্দারা নিজের বাড়িতেই ছিলেন। সোমবার রাতে এই বাসিন্দাদের এলাকার বিভিন্ন হোটেলে সরিয়ে নেওয়া হয়।


চায়ের আড্ডায় মুকুলই করলেন মানভঞ্জন, বিজেপি ছাড়ছেন না বৈশাখী-শোভন


ইতিমধ্যেই স্যাকরা পাড়া লেনের একাধিক বাড়ি হেলে পড়েছে। ভিতরেও বেশ কিছু ফাটল তৈরি হয়েছে। শুধু পাড়া নয়,  বিবি গাঙ্গুলি স্ট্রিটেও ব্রিটিশ আমলের বাড়িগুলিতে দেখা গিয়েছে ফাটল। এরকমই একটি বাড়ি 86 নম্বর বিবি গাঙ্গুলি স্ট্রিট। তাই ফের কোনও বিপদের আশঙ্কায় দ্রুত ওই বাড়িগুলি থেকে বাসিন্দাদের হোটেলে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।