নিজস্ব প্রতিবেদন: করোনার দ্বিতীয় ঢেউয়ের (Covid Second Wave) আবহে এই প্রথম রাজ্যে বিধিনিষেধ জারি করে সরকারি নির্দেশিকা দিল নবান্ন (Nabanna)। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শপিংমল, বিউটি পার্লার, সিনেমাহল বন্ধ করে দেওয়া হল। রাশ টানা হল বাজারের বিকিকিনিতেও। আজ থেকেই কার্যকর হচ্ছে এই নির্দেশিকা।       


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, শপিংমল, বিউটি পার্লার, সিনেমাহল, রেস্তোরাঁ ও বার, স্পোর্টস কমপ্লেক্স, জিম, স্পা এবং সুইমিংপুল বন্ধ থাকবে। সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা ও বিনোদনমূলক অনুষ্ঠান ও জমায়েত নিষিদ্ধ। তবে হোম ডেলিভারি ও অনলাইন পরিষেবা বহাল থাকবে।   


বাজারের সময়সীমাও বেঁধে দিয়েছে সরকার। সকাল ৭ থেকে ১০টা পর্যন্ত খোলা থাকবে বাজার। ফের খোলা থাকবে দুপুরে ৩টে থেকে বিকেল ৫টা পর্যন্ত। ছাড় দেওয়া হয়েছে অত্যাবশ্যকীয় জিনিসপত্র, মুদিখানা ও মেডিক্যাল দোকানকে। রাজ্য সরকারের এই নির্দেশ এখন থেকেই লাগু হবে। 


নির্বাচন কমিশন আগেই ঘোষণা করেছিল, গণনাকেন্দ্রে জমায়েত করা যাবে না। বিজয় মিছিলেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেই নির্দেশ মেনে চলতে হবে বলে জানানো হয়েছে নবান্নের নির্দেশিকায়। 



নির্দেশ অমান্য করলে ভারতীয় দণ্ডবিধি ও বিপর্যয় ব্যবস্থাপনা আইনে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে রাজ্য সরকার। 


আরও পড়ুন- বাড়িতে থাকতে হবে ১০ দিন, একান্তবাসের সময় কমিয়ে বিধি-নির্দেশ কেন্দ্রের