ওয়েব ডেস্ক: সারদা কেলেঙ্কারিতে তৃণমূল ঘনিষ্ঠ চিত্রশিল্পী শুভাপ্রসন্নকে হন্যে হয়ে খুঁজছে ED। কিন্তু, হাজির হওয়ার সমনকে বুড়ো আঙুল দেখিয়ে, উধাও শিল্পী। শুক্রবার  সকালে সল্টলেকের BH ব্লকে শিল্পীর বাড়িতে গিয়ে তাঁর খোঁজ মেলেনি। ডোরবেলের জবাব দেননি কেউ। ফোনেও উত্তর মেলেনি। যদিও প্রতিবেশিদের দাবি ছিল, কলকাতাতেই রয়েছেন তিনি। সকালেই গাড়ি করে বেরিয়ে গিয়েছেন। এরপর নিউটাউনের আর্টস একরেও শিল্পীর দেখা মেলেনি।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দুদিন আগে অর্থাত্‍ ছাব্বিশে নভেম্বর দিল্লিতে ছিলেন শুভাপ্রসন্ন ভট্টাচার্য। ললিতকলা অ্যাকাডেমিতে এক প্রদর্শনীতে শুভাপ্রসন্নের সঙ্গে দেখা হয়েছিল। জানিয়েছেন, দিল্লির এক প্রবাসী বাঙালি শিল্পী। অনেক খুঁজেও, বুদ্ধিজীবীদের প্রতিবাদ মিছিলে পাওয়া গেল না চিত্রশিল্পী শুভাপ্রসন্নকে। আগে এমন মিছিল মানেই তাঁকে দেখা যেত সামনের সারিতে।


রাজনৈতিক মহলে জোর জল্পনা শুভাপ্রসন্ন হয়ত ছদ্মবেশে লুকিয়ে রয়েছেন শিল্পী। কিন্তু শুভাপ্রসন্নের পরিচিত মুখের আদল সম্পূর্ণ পরিবর্তন হলে হয়ত কাক-পক্ষীতেও টের পাবে না বলে অনেকে মনে করছেন। তিনি যদি ছদ্মবেশে থাকেন তাহলে কেমন লাগতে পারে তাঁকে? চলছিল একের পর এক জল্পনা...



কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে ২৪ ঘণ্টার ক্যামারায় ধরা দিলেন শুভাপ্রসন্ন। বলাই বাহুল্য সেই পরিচিত বেশে দেখা গেল তাঁকে।