ওয়েব ডেস্ক: কংগ্রেসের সঙ্গে সম্পর্ক নিয়ে তাঁদের দলের মধ্যে যে তীব্র বিতর্ক, রয়েছে, সেই কথা জানা রয়েছে সবার । কিন্তু এই বিতর্কে এতদিনে জল ঢালা সম্ভব হয়নি। এবার সেই উত্তর খোঁজার চেষ্টা হবে এবারের পার্টি কংগ্রেসে। কলকাতায় মানববন্ধন কর্মসূচিতে এসে কার্যত এই কথাই জানিয়ে গেলেন দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন রেড রোডে অনুষ্ঠান চলাকালীন আচমকা পড়ে গেলেন পোডিয়ামের সামনে দায়িত্বে থাকা পুলিস কর্মী


কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত নিয়ে রাজ্য সিপিএমের বিতর্ক, তাঁকে রাজ্যসভায় না পাঠানো নিয়ে বিরোধ, সবকটা কথাই কার্যত স্বীকার করে নিলেন সীতারাম ইয়েচুরি। তাঁর দাবি, সংখ্যগরিষ্ঠদের মত মেনে চলতে হয় সংখ্যালঘুদের। এটাই নিময়।


আরও পড়ুন  রেড রোডে কেমনভাবে পালন হল স্বাধীনতা দিবস জানুন