ব্যুরো: দেবযানীর মৃত্যু নিয়ে ধোঁয়াশা কেটেছে। এখন শেষ সূত্র গুলি এক জায়গায় করার চেষ্টায় গোয়েন্দারা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অরবিন্দ দে আটই জুন সলিসিটরের কাছে গেছিলেন। ওই দিনই সুইসাইড নোটও লেখেন। কিন্তু আত্মঘাতী হন দশই জুন। আট তারিখ থেকে দশ তারিখ কী কী ঘটেছিল এখন তারই পুর্ননির্মাণের চেষ্টা করছেন গোয়েন্দারা।


এদিকে রবিনসন স্ট্রিটের বাড়ি থেকে উদ্ধার হওয়া কঙ্কালটি দেবযানীর কিনা নিশ্চিত হতে সুপার ইম্পোজিংয়ের সাহায্য নিচ্ছেন তদন্তকারীরা। সেজন্য উদ্ধার হওয়া কঙ্কালটি আজই চণ্ডিগড়ের CFSL -এ পাঠানো হচ্ছে। সুপার ইমপোজিং করে দেখা হবে ওই কঙ্কালটি দেবযানীর কিনা। অন্যদিকে,আজ এসএসকেএমের মর্গ থেকে দেবযানীর নমুনা সংগ্রহ করে পাঠানো হবে কলকাতার সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে। পাশাপাশি, আজ ফের একবার জেরা করা হতে পারে পার্থ-র কাকা অরুণ দে-কে।