ওয়েব ডেস্ক: দক্ষিণেশ্বরে স্কাইওয়াক তৈরির জন্য, গতকাল রাতভর চলল বেআইনি দোকান উচ্ছেদ অভিযান। তুলে দেওয়া হল দখলদারদের। এজন্য নোটিস আগেই দেওয়া হয়েছিল। তবে দোকানদারদের বাধা-আন্দোলনে তা সম্ভব হচ্ছিল না। অবশেষে কাল RAF, কমব্যাট ফোর্স, বিশাল পুলিসবাহিনী আসরে নামে। অশান্তি আঁচ করে আগে থেকেই কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। মাঝরাতে অভিযানে নামে কামারহাটি পুরসভা। প্রাথমিকভাবে বাধার মুখেও পড়তে হয় তাঁদের। দোকানদারদের সঙ্গে পুলিসের ধস্তাধস্তিও চলে। উত্তেজনার খবর পেয়ে রাতেই সেখানে যান কলকাতা পুরসভার মেয়র শোভন চট্টোপাধ্যায়। ছিলেন ব্যারাকপুর কমিশনারেটের পুলিস কমিশনার নিজেও। খুব কম সময়েই যাতে দর্শনার্থীরা সোজা দক্ষিণেশ্বর মন্দিরে পৌছতে পারেন, সেজন্যই এই স্কাইওয়াক তৈরির পরিকল্পনা প্রশাসনের।