Barrackpore: আসি! ফেসবুকে `সন্দেহজনক` পোস্ট দেখে মহিলার প্রাণরক্ষা পুলিসের...
Barrackpore: সঙ্গে সঙ্গে ব্যস্ততা বেড়ে যায় লালবাজারের। পোস্টের সূত্র ধরে পুলিস পৌঁছে যায় অকুস্থলে। সেখানে পৌঁছে পুলিসকর্মীরা দেখেন, তাঁদের আশঙ্কাই সত্য! কী আশঙ্কা?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দুই অক্ষরের একটি শব্দ মাত্র। গোটা স্ক্রিন জুড়ে সেই শব্দটি চেয়ে আছে। ভয়ংকর ইলোকোয়েন্ট সেই শব্দটি-- 'আসি'। এই শব্দটির পরে 'লিডার' বা তিনটি 'ডট'। সামান্য, কিন্তু সামান্য নয়। এর ভিতরের ইঙ্গিতটি ভয়ংকর। ফেসবুকের স্ক্রিনে ভেসে ওঠা এই শব্দটি দেখে কলকাতা পুলিসের মনে হয়েছিল কিছু একটা অঘটন ঘটতে চলেছে। সঙ্গে সঙ্গে ব্যস্ততা বেড়ে যায় লালবাজারের। পোস্টের সূত্র ধরে পুলিস পৌঁছে যায় অকুস্থলে। সেখানে পৌঁছে পুলিসকর্মীরা দেখেন, তাঁদের আশঙ্কাই সত্য!
আরও পড়ুন: GST: Gpay, Phonepe, Paytm করেন? ২০০০ টাকার কম লেনদেনে এবার ১৮% GST!
কী আশঙ্কা?
ওই মহিলা ততক্ষণে তাঁর গলায় ঢেলে দিয়েছেন কোনও বিষ! তবে বিষ তখনও তা তাঁর শরীরে সেভাবে প্রভাব বিস্তার করতে শুরু করেনি। বিপদ বেশি দূর ছড়িয়ে যাওয়ার আগেই দ্রুত ওই মহিলাকে নিয়ে হাসপাতালে পৌঁছয় পুলিস। পুলিসের ওই উদ্যোগে প্রাণরক্ষা হল আত্মহননের চেষ্টা করা ওই মহিলার। পরে সোশ্যাল মিডিয়াতেও কলকাতা পুলিসের তরফে এ সংক্রান্ত একটি পোস্ট করে ওই মহিলার দ্রুত আরোগ্য কামনা করা হয়। খুব স্বাভাবিক ভাবেই পুলিসের এহেন মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করেছেন বহু মানুষজন।