নিজস্ব প্রতিবেদন: সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা মোটের ওপর স্থিতিশীল। তবে প্রবীণ অভিনেতার হিমোগ্লোবিনের মাত্রা কমে গিয়েছে। অক্সিজেনের ঘাটতিও হয়েছিল বৃহস্পতিবার সকালে। তাঁর স্নায়ুর সমস্যা নিয়ে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সাহায্য চাওয়া হয়েছে।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

স্নায়ু সমস্যায় এখনও কাহিল সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁর মস্তিষ্কের ফ্লুইড নিয়ে নতুন করে টেস্ট করাচ্ছেন মেডিক্যাল বোর্ডের সদস্যরা। সকালে তাঁর রক্তচাপ বেড়েছিল। দরকার হয়েছিল অক্সিজেনের। তবে তা নিয়ন্ত্রণে এনেছেন চিকিৎসকরা।   


সৌমিত্রর চিকিৎসার দায়িত্বে থাকা ডাক্তার অরিন্দম কর জানান, স্নায়ুর সমস্যা রয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের। সেটাই ভাবাচ্ছে চিকিৎসকদের। এব্যাপারে আন্তর্জাতির বিশেষজ্ঞদের সাহায্য চাওয়া হয়েছে। বয়স বেশি। তার উপরে কোমর্বিডিটি থাকায় আগামী দিনে কিছু সমস্যা হতে পারে। এটাই এখন বড়ো চ্যালেঞ্জ। 


আরও পড়ুুন- গুরুংকে এনে একুশের ভোটে উত্তরে এক চালেই কিস্তিমাত মমতার! বলছে পাটিগণিত