নিজস্ব প্রতিবেদন: সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার বিশেষ পরিবর্তন হল না। দুপুরে পরিজনরা দেখা করেছেন। নতুন করে জ্বর আসেনি তাঁর। হার্টরেটও ভালো। রক্তচাপও নিয়ন্ত্রণে।     


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সৌমিত্র চট্টোপাধ্যায়ের সচেতনতা মাত্রা গ্লাসগো কোমা স্কেল অনুযায়ী ১০। শনিবার  স্নায়ুজনিত সমস্যার সমাধান খুঁজবেন চিকিৎসকরা। তাঁর হার্টরেট যথেষ্ট ভালো। নিয়ন্ত্রণে রক্তচাপ। কিডনিও সচল। ইউরিয়া ও ক্রিয়েটিনিন স্বাভাবিক। জ্বর নেই তাঁর।


এখনও পর্যন্ত দু'বার ডায়ালিসিস করা হয়েছে সৌমিত্রবাবুর। তৃতীয় ডায়ালিসিসের সিদ্ধান্ত এখনও নেননি ডাক্তাররা। চিকিৎসক অরিন্দম কর জানান, আজ ডায়ালিসিস করিনি। কাল সিদ্ধান্ত নেওয়া হবে। তবে ২৪ দিন তিনি রয়েছেন হাসপাতালে রয়েছেন। আইসিইউ-তে থাকায় শরীরে প্রভাব ফেলছে। সুস্থতার আশা কমছে। 


আরও পড়ুন- কোভিড সারার পর মেলা লোক নিয়ে গঙ্গারতি দিলীপের; সাফাই,'জনজাগরণ'