নিজস্ব প্রতিবেদন:  বুধবার ট্রাকিওস্টোমি করা হয় বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের। আজ বৃহস্পতিবার প্লাসমাফেরেসিস করা হয়েছে তাঁর। সামান্য হলেও দুপুরের পর অবস্থার কিছুটা অবনতি সৌমিত্র চট্টোপাধ্যায়ের। ফের জ্বর এসেছে বর্ষীয়ান অভিনেতার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আজ প্লাসমাফেরেসিস করা হয়েছে তাঁর। এখন থেকে একদিন অন্তর, একদিন  ডায়ালিসিস এবং একদিন প্লাসমাফেরেসিস করা হবে। এদিন দুপুরের পর হঠাৎই রক্তচাপ কমে গিয়েছিল তাঁর। পরে তা নিয়ন্ত্রণে আসে। তবে রাতের বেলায় মোটের ওপর স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন চিকিত্সকরা।


মেডিকেল বোর্ডের দাবি অনুযায়ী,বিভিন্ন অর্গ্যান মোটামুটি ঠিকঠাকভাবে কাজ করছে। রক্তের বিভিন্ন প্যারামিটার নিয়ে চিন্তিত চিকিৎসকরা। ফের ব্লিডিং হতে পারে সেই আশঙ্কাও রয়েছে। তবে সব মিলিয়ে এই মুহূর্তে অবস্থা স্থিতিশীল। এমনটাই জানিয়েছেন চিকিৎসক অরিন্দম কর।


আরও পড়ুন- দিলীপ ঘোষের কনভয়ে হামলার প্রতিবাদে সেন্ট্রাল অ্যাভিনিউতে সৌমিত্র খাঁর নেতৃত্বে বিক্ষোভ কর্মসূচি বিজেপি যুব মোর্চার