তন্ময় প্রামাণিক


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত ২৪ ঘণ্টায় সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থায় কোনও অবনতি হয়নি। গত ৩-৪ দিনের মত একই অবস্থায় রয়েছেন অভিনেতা। শারীরিক পরিস্থিতির অবনতি না হলেও উন্নতিও হয়নি। এমনটাই জানান হয়েছে মেডিক্যাল বুলেটিনে।


আরও পড়ুন-গত একদিনে রাজ্যে করোনা আক্রান্ত ৩,৯২০, মৃত্যু ৫৯ জনের


হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সৌমিত্রের মস্তিষ্কের সাড়া দেওয়ার ক্ষমতার কোনও উন্নতি হয়নি। গ্লাসগো কোমা স্কেলের সূচক ১০-১১ এর মধ্যে ঘোরাফেরা করছে। রবিবার ডায়ালিসিস হয়েছে। শরীরের অন্যান্য পারামিটার স্থিতিশীল রয়েছে।


প্লাজমা ফেরোসিস করার কথা ছিল। তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। এনিয়ে অন্য়ান্য বিশেষজ্ঞের মতামত নেওয়া হচ্ছে।


আরও পড়ুন-বুধবার থেকে চালু হচ্ছে লোকাল ট্রেন, জেনে নিন কোন রুটে চলবে কত ট্রেন


এদিকে, ট্রাকিওস্টোমি করার করার ব্যাপারে আরও সময় নিতে চাইছেন চিকিত্সকেরা। হাসপাতালের তরফে জানানো হয়েছে, আগামী সপ্তাহের প্রথমদিকে এনিয়ে একটা চেষ্টা করা হবে।