নিজস্ব প্রতিবেদন:  সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা মোটের ওপর স্থিতিশীল। চিকিত্সায় সাড়া দিচ্ছেন বর্ষীয়ান অভিনেতা। নতুন করে কোনও রকম সংক্রমণ নেই। জ্বর নেই। লিভার এবং কিডনি ভালোভাবে কাজ করছে বলেই হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সৌমিত্র বাবুর চিকিৎসার দায়িত্বে থাকা ডাক্তার অরিন্দম কর জানান, রক্তচাপ কমাতে ওষুধ দেওয়া হয়েছে। প্লাজমা থেরাপি দেওয়া হতে পারে তাঁকে। হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়ায় দুই ইউনিট রক্ত দেওয়া হয়েছে। অক্সিজেন সাপোর্ট খবু সামান্যই প্রয়োজন হয়েছে।


স্নায়ু সমস্যায় এখনও কাহিল সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁর স্নায়ুর সমস্যা নিয়ে ইতিমধ্যেই আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সাহায্য চাওয়া হয়েছে। বয়স বেশি। তার ওপর কো-মর্বিডিটি। তাই বড় চ্যালেঞ্জ চিকিত্সকদের।



আরও পড়ুন - স্বস্তির খবর শোনাল আবহাওয়া দফতর, বাংলাদেশের দিকে সরে যাচ্ছে শক্তিশালী নিম্নচাপ