নিজস্ব প্রতিবেদন: হঠাৎই শারীরিক অবস্থার অবনতি হয়েছে অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের। মাথার স্নায়ু আর যথাযথ ভাবে কাজ করছে না বলেই খবর। শারদীয় আবহেও তাই বাঙালির মন খারাপ।   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মেডিকেল বোর্ডের সূত্র অনুযায়ী, সৌমিত্রের সাড়া দেওয়ার প্রবণতা গত ২৪ ঘণ্টায় ক্রমশ কমেছে। এটাই লক্ষ্য করা গিয়েছে গ্লাসগো কোমা স্কেলের সূচকে। কোনও ব্যক্তির মস্তিষ্কের স্নায়ু কী ভাবে সাড়া দিচ্ছে, গ্লাসগো কোমা স্কেলে সেটা পরিমাপ করা হয়। প্রসঙ্গত, সাধারণ মানুষের এই সূচকের মাত্রা হয় ১৫। মস্তিষ্কর স্নায়ু ক্ষতিগ্রস্ত হলে এই মাত্রা কমতে থাকে। সৌমিত্রেরও তাই হচ্ছে। আপাতত দেশ-বিদেশের বিশিষ্ট স্নায়ু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া হচ্ছে। তবে চিকিৎসকেদর উদ্বেগ, অভিনেতার সাড়া দেওয়ার প্রবণতা ক্রমশ কমেছে।


আরও পড়ুন: রাজ্যে ফের দৈনিক আক্রান্তের সংখ্যা ৪ হাজারের ওপরে, বাড়ল সুস্থতার হার