নিজস্ব প্রতিবেদন: হাসপাতাল থেকে ছুটি পেলেন সৌরভ গাঙ্গুলি। নিজের পছন্দের লাল বিএমডাব্লুতেই বাড়ি ফিরছেন মহারাজ। বাড়ি ফিরে শরীর ভালো থাকলে আজকের গুরুত্বপূর্ণ ভার্চুয়াল মিটিংয়েও উপস্থিত থাকতে পারেন বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার অ্যাঞ্জিওপ্লাস্টি করে মহারাজের হৃদ্ যন্ত্রে আরও দু’টি স্টেন্ট বসানো হয়েছে। মসৃণ ভাবেই গোটা প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে। তাঁর দেহের গুরুত্বপূর্ণ অঙ্গগুলি ঠিকঠাক কাজ করছে বলে জানা গিয়েছে।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গতকাল থেকে  চিকিৎসকদের পরামর্শে কেবিনে হাঁটাচলা করছিলেন সৌরভ গাঙ্গুলি। 


 



প্রসঙ্গত, হৃদরোগে আক্রান্ত হয়ে গত ২ জানুয়ারি প্রথম হাসপাতালে ভর্তি হন সৌরভ। তাঁর হার্টে তিনটি ব্লকেজ পাওয়া যায়। ওই দিনই একটি স্টেন্ট বসানো হয়। ৭ জানুয়ারি বাড়ি ফিরে যান সৌরভ। বাড়িতেই চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন তিনি।  কিন্তু ২০ দিন পর ২৭ জানুয়ারি, বুধবার ফের বুকে ব্যথা অনুভব করায় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন সৌরভ। কার্ডিওলজিস্ট আফতাব খানের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা শুরু হয়। বৃহস্পতিবার ডাঃ দেবী শেঠির পাশাপাশি ডাঃ অশ্বিন মেহতা আসেন। এরপরেই স্টেন্ট বসানোর সিদ্ধান্ত হয়। বৃহস্পতিবার দুপুরেই আরও দু'টি স্টেন্ট বসে সৌরভের। ডাঃ অশ্বিন মেহেতা স্টেন্ট বসান সৌরভ গাঙ্গুলির। ধমনীর ব্লকেজ বেড়ে যাওয়ায় ফের দু’টি স্টেন্ট বসানো হল।