নিজস্ব প্রতিবেদন: সকালেই সৌরভের শারীরিক অবস্থার হাল হকিকত জানতে চেয়ে তাঁকে ফোন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বিকেলে সম্ভবত তাঁকে দেখতে আসতে পারেন খোদ মুখ্যমন্ত্রী।অন্যদিকে আজ সৌরভ গঙ্গোপাধ্যাকে দেখতে আসার কথা বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেট্টির। যদিও তাঁর বিমান নির্ধারিত সময়ের খানিক দেরিতে চলছে বলেই খবর। ইতিমধ্যেই এয়ারপোর্ট থেকে বেরিয়ে গিয়েছেন তিনি। আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছবেন হাসপাতালে। সৌরভের হার্টে এখনও দু'টি ব্লকেজ রয়েছে। দেবী শেট্টির সামনেই অ্যাঞ্জিওপ্লাস্টি করে সৌরভের হার্টে দু’টি স্টেন্ট বসানো হবে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  স্থিতিশীল Sourav Ganguly, বৃহস্পতিবার মহারাজকে দেখতে শহরে আসছেন দেবী শেঠি


মঙ্গলবার রাত থেকেই বুকে অস্বস্তি বোধ করছিলেন মহারাজ। বুধবার সকালে ফের বুকে ব্যথা অনুভব করায় তড়িঘড়ি তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। বাইপাসের ধারে অ্যাপোলো হাসপাতালে ইসিজি-সহ প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা হয় সৌরভের। কার্ডিওলজিস্ট আফতাব খানের তত্ত্বাবধানে তাঁর চিকিত্সা চলছে। আপাতত স্থিতিশীল সৌরভ।


আরও পড়ুন:  ইন্দ্রনীলের বাড়ির সামনে বোমাবাজির ঘটনায় গ্রেফতার ৮, বাজেয়াপ্ত ৩টি গাড়ি ও প্রচুর বেআইনি সামগ্রী