নিজস্ব প্রতিবেদন: বিজেপি হাত ধরে টেনে না তুললে বাংলার মসনদে বসতে পারতেন না মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য বিজেপির দফতরে সাংবাদিক বৈঠকে এমনটাই দাবি করলেন শোভন চট্টোপাধ্যায়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বাংলায় বিজেপির সঙ্গে জোট করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অটলবিহারী বাজপেয়ীর সরকারে রেলমন্ত্রীও হয়েছিলেন। কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এসে মালপোয়া খেয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী। সেই ছবি সদ্য কার্টুন আকারে টুইটও করে অটল-মমতা সসম্পর্কের কথা তুলে ধরেছিল তৃণমূল। 



এদিন শোভন চট্টোপাধ্যায়কে সংবর্ধনা জানান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এরপর শোভনবাবু বলেন,'সর্বভারতীয় ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি হাত ধরে তুলে সমর্থন না দিলে বাংলার মসনদে বসতে পারতেন না মমতা বন্দ্যোপাধ্যায়। ওনার সঙ্গে ছিলেন অটলবিহারী বাজপেয়ী থেকে লালকৃষ্ণ আডবাণী।' 


এদিন শোভন আরও বলেন, 'বাংলায় বিভিন্ন এলাকায় বিরোধীদের উপরে সংগঠিত সন্ত্রাস বাম আমলেও হয়নি। আজ বাংলার মানুষ বদলের চিন্তা করছেন। সেটা প্রমাণ করে দিয়েছেন লোকসভা ভোটে। মানুষ ১৮ আসন দিয়েছেন বিজেপিকে। মানুষ সত্যিকারের ভোটাধিকার সবাই পেত, তাহলে নবান্নের গদি বিলীন হয়ে যেত। ৪০ শতাংশের বেশি মানুষ সমর্থন করেছেন।' কলকাতা পুরসভার প্রাক্তন মেয়রের বক্তব্য, বাংলাকে আবার মুক্ত করার সময় এসেছে। ভালো কর্মী হতে হবে। দিলীপ দা গাইড করবেন।    


আরও পড়ুন- শোভন ও বৈশাখী তো ডাল-ভাত, রসিকতা দিলীপের