Group-D Recruitment: সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ, ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ SSC-র প্রাক্তন উপদেষ্টার
প্রধান বিচারপতির নির্দেশে এই মামলার শুনানি গ্রহণ করবেন বিচারপতি সৌমেন্দ্র সেনের ডিভিশন বেঞ্চ। শুক্রবার বেলা ১২ টায় মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
নিজস্ব প্রতিবেদন: বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে আবেদন শান্তি প্রসাদ সিনহার। দ্রুত শুনানির আবেদন জানিয়ে দৃষ্টি আকর্ষণ ডিভিশন বেঞ্চের।
প্রধান বিচারপতির নির্দেশে এই মামলার শুনানি গ্রহণ করবেন বিচারপতি সৌমেন্দ্র সেনের ডিভিশন বেঞ্চ। শুক্রবার বেলা ১২ টায় মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের নির্দেশে এসপি সিনহাকে জিজ্ঞাসাবাদ করা হয় SSC-র গ্রুপ-ডি নিয়োগে (D Recruitment) দু্র্নীতির মামলায়। এরপরেই আজ সকালে বিচারপতি সৌমেন্দ্র সেনের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। তার বক্তব্য সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা করতে চান তিনি।
বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বাসভবনে পৌঁছে যান সিনহা এবং তার বিচারপতি। গতকাল রাতেই মামলা ফাইল করার অনুমতি দেন প্রধান বিচারপতি। এরপরেই বিচারপতি সউমেন সেনের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হয়। বিচারপতি সেন জানিয়েছেন শুক্রবার দুপুর ১২টায় এই মামলা শুনবেন তিনি।
আরও পড়ুন: দমদমে রহস্যমৃত্যু, একই বাড়ি থেকে উদ্ধার মা-ছেলের পচা গলা দেহ
হাইকোর্টের নির্দেশে SSC-র প্রাক্তন উপদেষ্টা এস পি সিনহাকে বৃহস্পতিবার রাতে তিন ঘণ্টা জেরা করা হয়। জিজ্ঞাসাবাদ করে CBI। রাত ১১.১৫ মিনিট নাগাদ নিজাম প্যালেসে যান তিনি। এরপরেই রাত ২.২৫ মিনিট পর্যন্ত টানা ৩ ঘণ্টা জেরা করা হয় তাকে।
সাংবাদিকদেরকে সিনহা বলেন তিনি সিবিআইয়ের সব প্রশ্নের উত্তর দিয়েছেন।