PAC: `মামলাটি গ্রহণযোগ্য নয়`, হাইকোর্টে হলফনামা বিধানসভার স্পিকারের
জনস্বার্থ মামলার পরবর্তী শুনানি ২৪ অগাস্ট।
নিজস্ব প্রতিবেদন: 'মামলাটি গ্রহণযোগ্য নয়'। PAC বিতর্কে হাইকোর্টে হলফনামা দিলেন বিধানসভার স্পিকার। মুকুল রায়ের কাছে এবার হলফনামা তলব করল আদালত। মামলাটির পরবর্তী শুনানি ২৪ অগাস্ট।
বিধানসভা ভোট মিটতেই বিজেপি ছেড়ে ফিরেছেন তৃণমূলে। মুকুল রায়ের বিধায়ক খারিজ করতে উঠেপড়ে লেগেছে গেরুয়াশিবির। দ্বিতীয় দফায় ইতিমধ্যেই শুনানিও হয়েছে বিধানসভায়। বিষয়টি দ্রুত নিষ্পত্তির দাবিতে যখন আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি পরিষদীয় দল, তখন আবার মুকুলকেই পিএসসির চেয়ারম্যান নিয়োগ করেছেন বিধানসভার স্পিকার। বিরোধীদের আপত্তিকে আমল দেননি তিনি।
আরও পড়ুন: কবে দেশ ছেড়েছেন Binoy Mishra-র বাবা-মা? অভিবাসন দফতরে জানতে চাইল CBI
পিএসসি বিতর্কে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন বিজেপি বিধায়ক অম্বিকা রায়। মঙ্গলবার মামলাটি শুনানি হয়। মুকুল রায়কে কীভাবে PAC-র চেয়ারম্যান করা হল? ১২ অগাস্টের মধ্য়ে বিধানসভার স্পিকারকে হলফনামা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি। আদালতে নির্দেশ মেনে এদিন হলফনামা জমা দিলেন স্পিকার। দাবি করলেন, 'মামলাটি গ্রহণযোগ্য নয়'। বস্তুত, মুকুল রায়কে পিএসির চেয়ারম্যান করার সিদ্ধান্তে ভুল কিছু দেখছে না তৃণমূলও। তাদের বক্তব্য, মুকুল রায় এখনও বিজেপি বিধায়ক। রীতি মেনে বিরোধী দল থেকে পিএসির চেয়ারম্যান বেছে নেওয়া হয়েছে তাঁকে।
(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)