অয়ন ঘোষাল: সামনেই বড়দিন (Christmas2024)। পার্কস্ট্রিটে উত্‍সব শুরু হয়ে গিয়েছে। ২৫ ডিসেম্বর কার্যত পা ফেলার জায়গা থাকবে না! ভিড় জমে যাবে ধর্মতলা-সহ আশেপাশে এলাকাগুলিতে। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এবার অতিরিক্ত পরিষেবার কথা ঘোষণা করল কলকাতা মেট্রো (Kolkata Metro)। ২৫ ডিসেম্বর কবি সুভাষ থেকে দমদমগামী শেষ মেট্রো ছাড়বে রাত ১১টায়। অন্যদিকে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো ছাড়বে ১০টা ৫৩ মিনিটে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  Calcutta High Court: দাম্পত্য সম্পর্কে স্ত্রীর বন্ধুর অযাচিত হস্তক্ষেপ এক ধরনের নিষ্ঠুরতা, বিবাহবিচ্ছেদ পেলেন স্বামী


বড়দিনে ব্লু লাইনে মেট্রোর সময়সূচি
---
সকাল ৬টা ৫০ থেকে পরিষেবা চালু  
বেলা ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত ৭ মিনিট অন্তর মেট্রো
বড়দিনে ২২৪টি মেট্রো চলাচল করবে 
১১২টি আপে এবং ১১২টি ডাউনে।


নোয়াপাড়া থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো অবশ্য চলবে নির্ধারিত সময়েই। কখন? কাল ৬টা ৫০ মিনিটে। ৬টা ৫৫-য় ছাড়বে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের প্রথম ট্রেন, একই সময়ে প্রথম মেট্রো ছাড়বে মহানায়ক উত্তমকুমার থেকে দক্ষিণেশ্বরগামী।


দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো রাত ৯টা ৩৩-এর বদলে রাত ১০টা ৫৩-য় ছাড়বে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো রাত সাড়ে ৯টার বদলে রাত ১০টা ৪৯ মিনিটে ছাড়বে। অন্যদিকে কবি সুভাষ থেকে দমদমগামী শেষ মেট্রো রাত ৯টা ৪০-এর বদলে ১১টায় ছাড়বে। তবে ২৫ তারিখ ব্লু লাইনে রাত ১০টা ৪০-এর স্পেশাল মেট্রো চলবে না। স্রেফ সময়সূচিতে বদল বা বাড়তি পরিষেবা নয়, বড়দিনে মেট্রো স্টেশনগুলিতে বিশেষ নজরদারি। ঢোকা ও বেরোনোর গেটে মোতায়েন থাকবে আরপিএফ।


আরও পড়ুন:  RG kar Incident: আরজি কাণ্ডে আন্দোলন! অভয়া মঞ্চের কর্মসূচিতে এবার অনুমতি হাইকোর্টের...



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)