প্রতিবন্ধী যাত্রীকে নামানোয় জরিমানা বিমান কর্তৃপক্ষকে
তিনি সেরিব্রাল পলসিতে আক্রান্ত জিজা ঘোষ। শারীরিক প্রতিবন্ধকতায় আক্রান্ত। তাই তাঁকে বিমান থেকে নামিয়ে দিয়েছিল স্পাইস জেট কর্তৃপক্ষ। এই অভিযোগের ভিত্তিতে মামলা শুরু হয় আদালতে। অবশেষে ৪ বছরের দীর্ঘ লড়াইয়ের পর জয়। সুপ্রিম কোর্টের নির্দেশে ১০ লাখ টাকা জরিমানা করা হল বিমান সংস্থাটিকে। এদিকে, আদালতের রায়ে খুশি তিনি।
ওয়েব ডেক্স : তিনি সেরিব্রাল পলসিতে আক্রান্ত জিজা ঘোষ। শারীরিক প্রতিবন্ধকতায় আক্রান্ত। তাই তাঁকে বিমান থেকে নামিয়ে দিয়েছিল স্পাইস জেট কর্তৃপক্ষ। এই অভিযোগের ভিত্তিতে মামলা শুরু হয় আদালতে। অবশেষে ৪ বছরের দীর্ঘ লড়াইয়ের পর জয়। সুপ্রিম কোর্টের নির্দেশে ১০ লাখ টাকা জরিমানা করা হল বিমান সংস্থাটিকে। এদিকে, আদালতের রায়ে খুশি তিনি।
দিনটা ২০১২ সালের ১৯ ফেব্রুয়ারি। স্পাইস জেটের বিমানে একটি কনফারেন্সে যোগ দিতে গোয়া যাওয়ার কথা ছিল জিজা ঘোষের। সময় মতোই বিমানে উঠে বসেছিলেন তিনি৷ কিন্তু অভিযোগ, বিমান ছাড়ার আগে সংস্থার কর্মীরা তাঁকে কার্যত জোর করেই নামিয়ে দেন সেখান থেকে। এই ঘটনায় অপমানিত হয়ে বিমান সংস্থাটির কর্মীদের বিরুদ্ধে আদালতে মামলা করেন ওই অধ্যাপিকা। যদিও, পরে ওই বিমান কর্তৃপক্ষ তাঁর কাছে ক্ষমা চেয়ে নেয়। তবে, তিনি মামলা প্রত্যাহার করেননি। অবশেষে দীর্ঘ ৪ বছর পর আজ মামলার রায় দেয় সুপ্রিম কোর্ট। ১০ লাখ টাকা জারিমানা ধার্য করা হয় স্পাইস জেট কর্তৃপক্ষের বিরুদ্ধে।