ওয়েব ডেস্ক: কবিতায় ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ। শ্রীজাতর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করল পুলিস। অভিযোগ প্রমাণিত হলে ৩ বছরের জেল হতে পারে কবির। (কবিতার জন্য নিশানায় কবি, এফআইআর দায়ের হল শ্রীজাতর বিরুদ্ধে)


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জনৈক কলেজছাত্রের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানা। ভারতীয় দণ্ডবিধির জামিন অযোগ্য ২৯৫-এ ও তথ্য প্রযুক্তি আইনের ৬৭ ধারায় মামলা করা হয়েছে। যদিও আইনজীবীরা বলছেন, গ্রেফতার করার বিষয়টি তদন্তকারীদের বিচারসাপেক্ষ। তবে অভিযোগে দোষী সাব্যস্ত হলে ৩ বছরের কারাবাস হতে পারে শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের। (কবিতার জন্য কবির বিরুদ্ধে FIR, অনুশোচনা নেই শ্রীজাত'র