SSC Scam: নিয়োগ দুর্নীতির তদন্তে গোপাল দলপতির গ্রামের বাড়িতে সিবিআই, হানা কুন্তলের `রহস্যময়` নারীর ফ্ল্য়াটেও
SSC Scam: হৈমন্তীর বাড়িতে আজ তল্লাশি চলায় সিবিআই। যে মুহূর্তে কুন্তল হৈমন্তরীর নাম নেন তার পর থেকে হৈমন্ত্রীর ঘরটি তালাবন্ধই ছিল। পরবর্তীতে তার ঘরের সিড়ি থেকে কিছু কাগজ পাওয়া গিয়েছিল
পিয়ালি মিত্র ও বিক্রম দাস: নিয়োগ দুর্নীতিতে এবার হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের ফ্ল্যাটে হানা দিল সিবিআই। সিবিআইয়ের হাতে আটক তৃণমূল নেতা কুন্তল ঘোষের মুখে শোনা গিয়েছিল এই হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের নাম। তিনি হলেন নিয়োগ দুর্নীতিতে অভিয়ুক্ত গোপাল দলপতি ওরফে আরমান গঙ্গোপাধ্য়ায়ের প্রাক্তন স্ত্রী।
আরও পড়ুন- নিয়োগ দুর্নীতিতে ‘কালেকশন এজেন্ট’ হিসেবে কাজ করতেন তৃণমূলের এই বিধায়ক!
নিজাম প্যালেস থেকে বেরিয়ে আজ সিবিআইয়ের একটি টিম রাজা রামমোহন রোডের একটি বাড়ির ফোর্থ ফ্লোরের তল্লাশি চালায় সিবিআই। সেখানেই থাকেন গোপাল দলপতি ওরফে আরমান গঙ্গোপাধ্যায়ের প্রাক্তন স্ত্রী হৈমন্তী গঙ্গোপাধ্য়ায়ে প্রাক্তন স্ত্রী হৈমন্তী। মেদিনীপুরে হেঁড়িয়ায় বাড়ি গোপাল দলপতির। সেখানেও আজ আনা দেয় সিবিআই।
নিয়োগ দুর্নীতি কাণ্ডে আটক কুন্তল ঘোষ বলেন নিয়োগ দুর্নীতিতে রহস্যময় নারী হলেন গোপাল দলপতি ওরফে আরমান গঙ্গোপাধ্যায়ের স্ত্রী হৈমন্তী গঙ্গোপাধ্যায়। ও সব জানে। নিয়োগ দুর্নীতির টাকা ওর কাছে রয়েছে। সেই প্রথম হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের নাম সামনে আসে। সেই হৈমন্তীর বাড়িতে আজ তল্লাশি চলায় সিবিআই। যে মুহূর্তে কুন্তল হৈমন্তরীর নাম নেন তার পর থেকে হৈমন্ত্রীর ঘরটি তালাবন্ধই ছিল। পরবর্তীতে তার ঘরের সিড়ি থেকে কিছু কাগজ পাওয়া গিয়েছিল। সেসব ছিল চাকরিপ্রার্থীদের তালিকা।
শনিবার মেদিনীপুরের হেঁড়িয়ায় গেপাল দলপতির বাড়িতে গিয়ে বেশকিছুক্ষণ ছিল সিবিআই টিম। সেখানে গোপাল দলপতির মায়ের সঙ্গে কথা হয় সিবিআই আধিকারিকদের। কিছু নথিও উদ্ধার হয়েছে।
হরিদেবপুরের রাজা রামমোহন রায় সরণীর একটি ফ্ল্যাটে থাকতেন হৈমন্তী ও গোপাল দলপতি। এখন তারা সেখানে নেই। হৈমন্তীর ফল্যাটের উল্টোদিকের ভারাটেদের সঙ্গে কথা বলেন সিবিআই আধিকারিকরা। সিবিআই সূত্রে খবর, ফ্ল্য়াটটিরে সিল করে দিতে পারেন বা চাবি ভেঙে ভেতরে ঢুকতে পারেন। গত ২৮ ফেব্রুয়ারি হৈমন্তীকে নিয়ে গোপাল দলপতি বলেন, কোনও নেতার সঙ্গে ওর ব্যক্তিগত কোনও সম্পর্ক নেই। আমিতো এমনটাই জানি। ও ওর দুনিয়ার মধ্যেই থাকে। চেষ্টা করছে দাঁড়াবার। তার জন্য ও কোনও নেতার সঙ্গে জড়িত নয়।