Paresh Adhikary: মন্ত্রীর জবাবে সন্তুষ্ট নয় CBI, শনিবার সকালে ফের তলব পরেশ অধিকারীকে
SSC Scam: এসএসসি দুর্নীতিকাণ্ডে মন্ত্রীর জবাবে সন্তুষ্ট নয় সিবিআই। তার জেরেই আজ ফের পরেশ অধিকারীকে সিবিআই দফতরে হাজিরার নির্দেশে দেওয়া হয়।
নিজস্ব প্রতিবেদন: শনিবার সকাল ১১ টায় ফের নিজাম প্যালেসে তলব করা হল পরেশ অধিকারীকে (Paresh Adhikary)। গতকাল টানা প্রায় ১০ ঘণ্টা টানা জেরা করা হল শিক্ষা প্রতিমন্ত্রীকে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (CBI) ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখে পড়েন তিনি। এসএসসি (SSC) দুর্নীতিকাণ্ডে বৃহস্পতিপ্রায় প্রায় ৩ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় পরেশ অধিকারীকে। এসএসসি দুর্নীতিকাণ্ডে মন্ত্রীর জবাবে সন্তুষ্ট নয় সিবিআই। তার জেরেই আজ ফের পরেশ অধিকারীকে সিবিআই দফতরে হাজিরার নির্দেশে দেওয়া হয়।
শুক্রবার প্রায় ৩ ঘণ্টা জিজ্ঞাসবাদের পর সিবিআই দফতর থেকে বের হন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। বৃহস্পতিবার সন্ধে ৭টা ২৫ মিনিট নাগাদ নিজাম প্যালেসের সিবিআই দফতরে ঢুকেছিলেন মন্ত্রী। রাত সাড়ে ১০টা নাগাদ দফতর থেকে বের হন তিনি। এরপর সোজা এমএলএ হস্টেলে যান তিনি। ৩৬ ঘণ্টা ধরে 'নিখোঁজ' ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। দমদম বিমানবন্দর থেকে অবশেষে নিজাম প্যালেসে পৌঁছন তিনি। FIR দায়ের হওয়ার পর, CBI দফতরে হাজিরা দেন স্কুলশিক্ষা দফতরের প্রতিমন্ত্রী।
নির্দিষ্ট সময়ে সিবিআইয়ের অফিসে হাজিরা না দেওয়ায় পরেশ অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এরপরই সিবিআই অফিসে হাজিরা দিতে অতিরিক্ত সময় চেয়ে নেন পরেশ অধিকারী। জল্পনার মাঝে হাজির হন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অফিসে।