নিজস্ব প্রতিবেদন: এ রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে মামলা-মোকদ্দমার শেষ নেই। হাইকোর্টে একাধিকবার ভর্ৎসনার মুখে পড়ছে এসএসসি কর্তৃপক্ষ। আদালতের নির্দেশে এবার বাড়িতে বসেই চাকরির নিয়োগপত্র পেয়ে গেলেন ৫ মামলাকারী। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ঘটনার সূত্রপাত ২০১৬ সালে। সেবছর নবম শ্রেণির ইতিহাস শিক্ষকের শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে এসএসসি। একই বছর কর্মপ্রার্থীদের পরীক্ষা নেওয়া হয়। তাহলে? চাকরিপ্রার্থীদের দাবি, পরীক্ষার পর এসএসএস ওয়েবসাইটে যে উত্তরপত্রটি প্রকাশিত হয়েছিল, তাতে একটি প্রশ্নের উত্তর ভুল ছিল। যদিও বিষয়টি মানতে চায়নি এসএসসি। মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে। 


আরও পড়ুন: Coal Case: অন্তর্বর্তীকালীন রক্ষাকবচ চাইলেন Abhishek-র আইনজীবী, খারিজ দিল্লি হাইকোর্টের


এসএসসি-র যিনি মামলাটি লড়েছিলেন, সেই আইনজীবী শেষপর্যন্ত ভুল স্বীকার নেন আদালতে। হাইকোর্টের বিচারপতি ববি সরাফ নির্দেশ, সংশ্লিষ্ট প্রশ্নের নম্বর চাকরিপ্রার্থীদের মোট প্রাপ্ত নম্বরের সঙ্গে যুক্ত করতে হবে। এমনকী, তাতে যদি কারও চাকরি পাওয়ার সুযোগ থাকে, তাহলে তাকে নিয়োগপত্রও দিতে হবে।  কিন্তু চার মাস পেরিয়ে গেলে সেই নির্দেশ কার্যকর হয়নি। শেষপর্যন্ত মামলাকারীর আইনজীবী যখন হাইকোর্টের রায়ের কপি ও আদালতে অবমাননার নোটিশ নিয়ে যখন অফিস হাজির হন,  তখন মামলাকারীদের নিয়োগপত্র বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। শেষপর্যন্ত বাড়িতেও নিয়োগপত্র পৌঁছেও দেন কর্মীরা।


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)