Sukanta Majumder: `মালদহে জোর করে ধর্মান্তরণ চলছে`, রাজ্য BJP সভাপতির বিস্ফোরক অভিযোগ
পুলিস-প্রশাসনকে কাঠগড়ায় তুললেন সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। ফেসবুকে রাজ্য বিজেপির (BJP) সভাপতি লিখেছেন, `পশ্চিমবঙ্গের মাটিতে চাকরি নেই, শিল্প নেই, সুশাসন নেই, বাক্ স্বাধীনতা নেই এছাড়াও নানান সমস্যা আছে তাই বলে সাধারণ মানুষের ধর্ম পালনের স্বাধীনতা টুকুও থাকবে না?`
নিজস্ব প্রতিবেদন: মালদহের কালিয়াচকে জোর করে ধর্মান্তরণ চলছে। পুলিসের মদতে সেই কাজ হচ্ছে। ফেসবুকে এমনই বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্য বিজেপির (BJP) সভাপতি।
সুকান্ত মজুমদার (Sukanta Majumder) ফেসবুকে দাবি করেন, মালদহের কালিয়াচক থানার IC-র মদতে ধর্ম পরিবর্তনের জন্য চাপ দেওয়া হচ্ছে। এর প্রতিবাদে ধর্নায় বসেছেন কয়েকটি পরিবারের মহিলারা। তাঁর আরও অভিযোগ, পরিবারের পুরুষদের গ্রেফতার করে ধর্ম পরিবর্তনের জন্য চাপ দেওয়া হচ্ছে। একজন সরকারি কর্মী কীভাবে এ কাজে মদত দিতে পারেন, সেই প্রশ্নও করেন তিনি।
ফেসবুকে রাজ্য বিজেপির (BJP) সভাপতি লিখেছেন, "পশ্চিমবঙ্গের মাটিতে চাকরি নেই, শিল্প নেই, সুশাসন নেই, বাক্ স্বাধীনতা নেই এছাড়াও নানান সমস্যা আছে তাই বলে সাধারণ মানুষের ধর্ম পালনের স্বাধীনতা টুকুও থাকবে না?" এর বিরুদ্ধে প্রতিবাদেরও হুঁশিয়ারি দিয়েছেন সুকান্ত মজুমদার (Sukanta Majumder)।