WB Panchayat Election 2023:পুনর্নির্বাচন করাতে হবে, বিজেপির দেওয়া বুথের তালিকা খতিয়ে দেখতে জেলাশাসকদের নির্দেশ কমিশনের
WB Panchayat Election 2023 পঞ্চায়েতে ভোটে হিংসার মধ্যে ভোটগ্রহণ শেষ হয়েছে। ভোটের দিনই নিহত হয়েছেন ১৫ জন। মনোনয়ন পর্ব থেকে এখনওপর্যন্ত ৫০ জনের বেশি মানুষের প্রাণ গিয়েছে। এক পাশাপাশি গন্ডগোলের জেরে ইতিমধ্যেই গত সোমবার রাজ্যের ৬৯৬টি বুথে পুনর্নির্বাচন হয়েছে
সুতপা সেন: গন্ডগোল হয়েছে এই যুক্তি দেখিয়ে রাজ্যের কয়েক হাজার বুথের একটি তালিকা নির্বাচন কমিশনের হাতে তুলে দিয়েছিল রাজ্য বিজেপি। গেরুয়া শিবিরের দাবি ছিল, ওইসব বুথে পুনর্নির্বাচন করাতে হবে। বিজেপি হাতে ছিল প্রায় ৬ হাজার বুথের নাম। এবার সেই তালিকা জেলা শাসকদের খতিয়ে দেখতে নির্দেশ দিল নির্বাচন কমিশন।
আরও পড়ুন-পুলিস মমতার লেঠেল; রাজ্যে ৩৫৫ ধারার পক্ষে সওয়াল শুভেন্দুর, সুকান্ত বললেন অন্য কথা
বিজেপির দাবি, ওইসব বুথে ভোটে নানারকম অসংগতি হয়েছে। কোথাও ব্য়ালট ছিনিয়ে নেওয়া হয়েছে, কোথাও ভোট দিতে দেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়েছে। সেইসব বুথের তালিকা ধরে প্রতিটি জেলার জেলা শাসকদের কাছে তালিকা পাঠিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। বলা হয়েছে ওইসব বুথে কী ঘটনা ঘটেছিল, সেখানে পুনর্নির্বাচন হওয়ার মতো কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখে রিপোর্ট দিতে হবে। কারণ হাইকোর্টে ওই রিপোর্ট জমা দিতে হবে। তাই ওই রিপোর্ট জমা দিতে হবে দ্রুত।
এর আগেও যখন বিজেপির তরফে অভিযোগ করা হয়েছিল তখনই ওইসব বুথ নিয়ে রিপোর্ট দিতে বলা হয়েছিল জেলা শাসকদের। অনেক জেলা শাসক ইতিমধ্যেই সেই রিপোর্ট পাঠিয়ে দিয়েছেন বলে জানা যাচ্ছে। যারা পাঠাননি তাদের সেই রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। সোমবার সেই রিপোর্ট হাইকোর্ট জমা দিতে হবে কমিশনকে।
উল্লেখ্য, ওই বিপুল সংখ্যক বুথের তালিকা দেওয়ার পাশাপাশি ভোটের দিন সেখানে কী ধরনের অনিয়ম হয়েছিল তাও কমিশনকে জানানো হয়। সেইসব দাবি খতিয়ে দেখতে হবে তা ঠিক কিনা। জেলাসাশকদের স্বতঃপ্রণোদিত হয়ে খোঁজ নিতে হবে। কারণ কতগুলো নির্দিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে কোনও বুথে পুনর্নির্বাচন হয়ে থাকে। কোথাও যদি ব্যালট ছিনিয়ে নেওয়া হয়, ব্যালট বাক্সে জল ঢেলে দেওয়া হয়, ব্যালট বাক্স নিয়ে চলে যাওয়া, অথবা ব্যালট বাক্স নিয়ে বাইরে চলে আসার মতো ঘটনা ঘটে তাহলে পুনর্নির্বাচনের নির্দেশ দেওয়া হয়। সেই রিপোর্ট দেন জেলা শাসকরা। তাই ফের একবার তা মনে করিয়ে দেওয়া হল জেলা শাসকদের।
পঞ্চায়েতে ভোটে হিংসার মধ্যে ভোটগ্রহণ শেষ হয়েছে। ভোটের দিনই নিহত হয়েছেন ১৫ জন। মনোনয়ন পর্ব থেকে এখনওপর্যন্ত ৫০ জনের বেশি মানুষের প্রাণ গিয়েছে। এক পাশাপাশি গন্ডগোলের জেরে ইতিমধ্যেই গত সোমবার রাজ্যের ৬৯৬টি বুথে পুনর্নির্বাচন হয়েছে। তবে বিজেপি প্রায় ৬ হাজার বুথের তালিকা পাঠিয়েছিল কমিশনে। দাবি ছিল অনিয়মের জন্য ওইসব বুথে ফের ভোট করাতে হবে। এনিয়েমামলা হয়েছে আদালতে। তারই জেরে এমনই নির্দেশ দিল নির্বাচন কমিশন।