নিজস্ব প্রতিবেদন: ভোটের আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আবাসনের ব্যবস্থার ঘোষণা রাজ্য সরকারের। পুর ও নগরোন্নয়ন দফতর এই বিষয়ে জারি করল বিজ্ঞপ্তি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নিউটাউনের অ্যাকশন এরিয়া ১,২ ও ৩-এ মোট ৪০০টি প্লট এর জন্য বরাদ্দ করা হয়েছে। যাঁরা এখানে আবেদন করতে পারবেন তাঁদের তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ক্যাটাগরি তিনটি হল, যথাক্রমে HIG, MIG-। এবং MIG-।।। HIG ক্যাটাগরির আবাসনের ক্ষেত্রে কাঠা প্রতি ১৯,৮৭,১৯৬ টাকা দামে প্রায় ৫.৯৮ কাঠা করে জমি বরাদ্দ করা হয়েছে।
আর MIG-। ও MIG-।। ক্যাটাগরির আবাসনের ক্ষেত্রে কাঠা প্রতি ১৬,৫৫,৯৯৭ টাকা দামে যথাক্রমে ৪.০৩ কাঠা ও ৫.০১ কাঠা করে জমি বরাদ্দ করা হয়েছে।


আরও পড়ুন: 'সাধারণ কর্মী ও প্রচারক থাকব', বিধানসভা ভোটে না দাঁড়ানোর ইচ্ছেপ্রকাশ কুণালের


রাজ্য সরকারি কর্মচারীরা তাঁদের ক্যাটাগরি অনুযায়ী কো-অপারেটিভ তৈরি করে আবেদন করতে পারবেন। প্রতিটি কো-অপারেটিভে অন্তত পক্ষে ৮ জন সদস্য থাকতে হবে। লটারির ভিত্তিতে জমি বণ্টন করা হবে। ৯৯ বছরের লিজে এই জমি দেওয়া হবে। পুর ও নগরোন্নয়ন দফতর এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করল যাতে সমবায় ভিত্তিতে আবাসন তৈরি করতে পারবেন রাজ্য সরকারি কর্মচারীরা।


আরও পড়ুন: নন্দীগ্রামে Amit Shah জিতলে বাংলার স্বরাষ্ট্রমন্ত্রী করে দেব: Mamata