ওয়েব ডেস্ক : শিয়ালদা স্টেশন। নিত্যযাত্রীদের লাইফ লাইন। প্রতিদিন হাজারো মানুষের যাতায়াত। অফিস টাইমে টিকিট কাউন্টারের ছবিটা থাকে এরকমই। টিকিট পেতে নাজেহাল হতে হয় যাত্রীদের। কিন্ত, এমনটা তো হওয়ার কথা নয়। যাত্রীদের সুবিধার জন্য স্টেশনে রয়েছে একাধিক টিকিট কাউন্টার, অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিন। এমনকি স্টেশনের বাইরেও টিকিট বিক্রির ব্যবস্থা করে করেছে বিভিন্ন ফ্র্যানচাইজি। তবে, আসলে বিসমিল্লাতেই গলদ।


আর এই অব্যবস্থার সুযোগ নিয়ে ব্যবসা ফেঁদে বসেছে দালাল চক্র। যার হাতিয়ার মহিলারা। সাধারণ লাইনের তুলনায় ব্যস্ত সময়ে মহিলাদের লাইনে ভিড় কম থাকে। আর সেটাকেই ব্যাঙ্ক করছে দালালরা। টাকা নিয়ে লেডিজ লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে দিচ্ছেন তাঁরা। গোপন ক্যামেরায় ধরা পড়ল এমনই ছবি। সাদা-কালো শাড়ি পড়া বয়স্ক মহিলা। দুই যাত্রীর থেকে খুলে আমই টাকা নেন তিনি। সবুজ-শাড়ি পড়া সাদামাটা এক মহিলা এক যুবকের থেকে টাকা নিলেন। লাইনে দাঁড়িয়ে খুল্লমখুল্লা চলছে টাকা নেওয়া। এরপর একে একে সকলের টিকিট কেটে দিচ্ছেন এরা দুজনে। আরও পড়ুন, পর্নসাইটে এভাবেই ছড়িয়ে পড়তে পারে আপনার ব্যক্তিগত ছবি, ভিডিও