জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ধেয়ে আসছে সাইক্লোন! তাই সতর্ক নবান্ন। ইতিমধ্যেই জেলাশাসকদের সঙ্গে বৈঠক সেরেছেন মুখ্যসচিব। জেলায় জেলায় পর্যাপ্ত ত্রাণ মজুতের নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি, উপকূল থেকে মানুষদের নিরাপদ স্থানে সরানোর নির্দেশও দিয়েছেন। এদিকে বাতিল করা হয়েছে বিপর্যয় মোকাবিলা দফতরের ছুটি। নদী বাঁধ এলাকায় মাইকিংয়ের নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে। এখন ঘূর্ণিঝড় মোকাবিলায় আঁটোসাঁটো ব্যবস্থা নিচ্ছে কলকাতা পুরসভা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মেয়র ফিরহাদ হাকিম জানান, কলকাতায় ঝড়ের গতিবেগ হতে পারে ৯০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। শহরের সমস্ত হোর্ডিং খুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিপজ্জনক বাড়ির বাসিন্দাদের অন্যত্র সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, নতুন যে পাম্পগুলো কেনা হয়েছে, সেগুলি শহরের যেখানে যেখানে জল জমে, সেখানে বসিয়ে দেওয়া হবে। বর্ষাকালীন পাম্পগুলিকেও সচল রাখতে বলা হয়েছে। শহরের সব পাম্পিং স্টেশন চালু রাখার নির্দেশ দিয়েছেন মেয়র। পাশাপাশি, নর্দমার মুখ পরিষ্কার রাখতেও নির্দেশ দিয়েছেন তিনি। একইসঙ্গে বৈদ্যুতিক খুঁটিগুলো পরীক্ষা করে দেখে নিতে বলেন। আরও জানান, SDRF, NDRF-এর সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।


প্রসঙ্গত, কালীপুজোতেই ঘূর্ণিঝড়ের ভ্রূকুটি। আবহাওয়া দফতরের পূর্বাভাসে মিলছে এমনই অশনিসংকেত। বঙ্গোপসাগরে তৈরি হবে এই ঘূর্ণিঝড়। যার নাম দেওয়া হয়েছে সিত্রাং। কালীপুজোর পরদিন প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা। শনিবার তৈরি হবে নিম্নচাপ। রবিবার তা গভীর নিম্নচাপে পরিণত হবে। এরপর সোমবার তৈরি হবে ঘূর্ণিঝড়। পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলের দিকে এগোবে এই ঘূর্ণিঝড়। তারপর মঙ্গল ও বুধবার প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, সোমবার ঘণ্টায় ৬৫ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। মঙ্গল ও বুধবার প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা। ঘণ্টায় ৮০ থেকে ১০০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। 


২৪ অক্টোবর, সোমবার, হলুদ সতর্কতা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই জেলাগুলিতে।  ২৫ অক্টোবর, মঙ্গলবার, কমলা সতর্কতা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই জেলাগুলিতে। কলকাতা সংলগ্ন এলাকা হাওড়া,হুগলি এইসব জায়গায় হাওয়ার গতিবেগ থাকবে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই পরিস্থিতিতে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যাঁরা সমুদ্রে রয়েছেন, তাঁদের রবিবারের মধ্যে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)